রবিবার, ২৩ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সাত দফা বাস্তবায়ন দাবিতে গণঅনশন

দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতিপূরণ ও সাত দফা বাস্তবায়ন দাবিতে দিনাজপুরে বিভিন্ন সংগঠন গতকাল দিনব্যাপী গণঅনশন পালন করেছে। ‘ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার রাষ্ট্র সবার’ এ প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের যৌথ আয়োজনে গণঅনশন করা হয়। এ সময় বক্তারা বলেন, সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়কে শুধু আশার বাণী শুনিয়েছে কিন্তু নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির কোনোটি আজও পূরণ করেনি। চাঁপাইনবাবগঞ্জে একই দাবিতে গণঅনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার যৌথ আয়োজনে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে অবস্থান নেন সংগঠনের নেতারা। দিলীপ রায়ের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন ডাবলু কুমার ঘোষ, ধনঞ্জয় চ্যাটাজি প্রমুখ।

সর্বশেষ খবর