সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

শেখ হাসিনা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ১২ দফা দাবি

হবিগঞ্জ প্রতিনিধি

১২ দাবিতে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে মেডিকেল কলেজের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা কলেজে শিক্ষক সংকট, স্থায়ী ক্যাম্পাস ও ক্লাসরুম বৃদ্ধিসহ নানা সেøাগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। মানববন্ধন কর্মসূচি শেষে শিক্ষার্থীরা ১২ দফার একটি স্মারকলিপি অধ্যক্ষ বরাবরে প্রদান করে। এতে উল্লেখ করা হয়, স্থায়ী ক্যাম্পাসের কাজ দ্রুত বাস্তবায়ন করতে হবে। হোস্টেলে প্রতিটি শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। অস্থায়ী ক্যাম্পাসে পর্যাপ্ত পরিমাণ ক্লাস রুমের ব্যবস্থা ও সরঞ্জামাদির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শিক্ষক সংকট দ্রুত নিরসন করতে হবে। দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংখ্যক তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের নিয়োগ দিতে হবে। সিএ/রেজিস্ট্রার দ্রুত নিয়োগ করতে হবে। প্রতিটি ফেজের সবগুলো বিভাগ পূর্ণাঙ্গরূপে চালু করতে হবে। বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ ল্যাব সুবিধাসহ ল্যাব টেকনিশিয়ানের ব্যবস্থা করতে হবে। 

 

সর্বশেষ খবর