সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

নিরুদ্দেশ কাওসার পাহাড়ে যৌথ অভিযানে গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি

রাঙ্গামাটি ও বান্দরবানের পাহাড়ি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার কাওসার ওরফে শিশির দুই বছর ধরে নিরুদ্দেশ ছিল। এমন তথ্য জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তারা বলেন, ২০২০ সালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের যায় কাওসার। এরপর আর কারও সঙ্গে যোগাযোগ করেনি। শিশির ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হারুনদিয়া গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে। স্বজন ও প্রতিবেশীরা জানান, তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে সবার বড় শিশির। একসময় ঢাকায় পোশাক কারখানায় চাকরি করত সে। চার বছর আগে গ্রামে ফিরে এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ নেয়। এর কিছুদিন পর সে তুলার দোকান দেয়। পরে ইজিবাইক চালানো শুরু করে। এরপর আবার শুরু করে গরুর ব্যবসা। প্রথম স্ত্রীর মৃত্যুর পর ঝিনাইদহে দ্বিতীয় এবং চট্টগ্রামে তৃতীয় বিয়ে করে কাওসার। গ্রামের আলাদা স্থানে বাড়ি নির্মাণ করে স্ত্রী ও ছয় সন্তান নিয়ে বসবাস করত সে।

   

সর্বশেষ খবর