সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

আগাম জাতের আলু চাষে ব্যস্ত চাষিরা

দিনাজপুর প্রতিনিধি

আগাম জাতের আলু চাষে ব্যস্ত চাষিরা

ভালো দাম ও বেশি লাভের আশায় দিনাজপুর সদর, খানসামা, ফুলবাড়ী, কাহারোল, বীরগঞ্জসহ বিভিন্ন উপজেলার মাঠে কৃষক আগাম জাতের আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। কোনো কোনো স্থানে কয়েক দিনের বৃষ্টিতে চাষের সমস্যা হলেও কৃষক আগাম জাতের আলু রোপণ শুরু করেছেন। কৃষকরা জানান, এখন বাজারে আলু বীজের দাম কম আছে। তাই আগাম জাতের আলু চাষ চলতি মৌসুমে বেশি হবে বলে মনে করেন তারা। আবার আগাম জাতের আলু চাষ করে আলুর ভালো দামও পাওয়া যায়। এতে কৃষক লাভবান হতে পারেন। এ কারণে মাঠে আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন তারা। খানসামার ডাঙাপাড়া এলাকার শরিফউদ্দিন বলেন, আগাম আলুতে লাভবান বেশি হওয়া যায়। সে কারণে এবার প্রায় ২৫ শতক জমিতে সেভেন জাতের আলু রোপণ করেছি। এ আলু চাষ ৫৫-৬০ দিনে আলু পাওয়া যায়। আবহাওয়া অনুকূলে থাকলে গতবারের চেয়ে এবারও ভালো ফলন ও দাম আশা করছি। কাহারোল উপজেলার ইটুয়া গ্রামের আলু চাষি মো. আবদুল জলিল জানান, এবার তিনি ৩ একর জমিতে আগাম জাতের আলু আবাদ করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে আলুর বাম্পার ফলনও হবে বলে আশা করেন। খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায় জানান, এ উপজেলায় ৪ হাজার ৩৩ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২৫ হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষ হচ্ছে।

খানসামার মাটি আগাম আলু চাষের জন্য খুব উপযোগী। আগাম জাতের আলু চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ।

সর্বশেষ খবর