বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

হত্যা মামলায় মৃত্যুদণ্ড

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে জলঢাকা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ইতিমনিকে ধর্ষণের পর হত্যা মামলায় আসামি মাহমুদার রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও তাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুর ১টায় নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মনসুর আলী ওই রায় দেন। তবে আসামি মাহমুদার রহমান পলাতক রয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাহমুদার রহমান জলঢাকা উপজেলার দুন্দিবাড়ি পশ্চিমপাড়া এলাকার আফান উদ্দিনের ছেলে। ২০০৯ সালের ৩০  সেপ্টেম্বর জলঢাকা উপজেলার মাথাভাঙা এলাকায় ইতিমনির বাড়িতে কেউ না থাকার সুযোগে ধর্ষণের পর তাকে হত্যা করে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে গলায় ফাঁস দিয়ে রাখে আসামি মাহমুদার রহমান।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর