আগাম জাতের ধান কাটা ও মাড়াই শেষ হয়েছে দিনাজপুর জেলায়। ফলে অনেক কৃষক অন্য ফসল চাষের প্রস্তুতি নেওয়ার জন্য ব্যস্ত সময় পার করছেন। এসব জমিতে অতিরিক্ত ফসল হিসেবে সরিষা, আলু ও শাক-সবজি চাষের প্রস্তুতি গ্রহণ করছেন কৃষক। এদিকে, আগাম জাতের ধান বিক্রি করে কৃষকরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি সংকটের সময়ে কাঁচা খড় বিক্রি করেও মোটা অঙ্কের অর্থ আয় করতে পারছেন। ফলে মাঠ থেকে ধান কাটা মাড়াইসহ বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন কৃষক। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এবার আগাম জাতের ধানি গুড়, ব্রি ধান-৭৫, ৮৭ ও ৪৯, বিনা ৭ ও ১৭, টিয়া, তেজ ও জটাপারি প্রভৃতি চাষ হয়েছে। ঘোড়াঘাট পৌরসভার লালমাটি গ্রামের খাদেমুল বলেন, উপজেলা কৃষি অফিসের পরামর্শে তিনি এক একর জমিতে ব্রি ধান-৭৫ ও জটাপারি জাতের ধান চাষ করেছেন। এ পরিমাণ জমিতে ৫৫ মণ ধান পেয়েছেন এবং কাঁচা ধান প্রতি মণ ১১০০-১১৫০ টাকা দরে বিক্রি করেছেন। আগাম জাতের ধান চাষ সম্পর্কে কৃষি অফিস জানায়, সাধারণত জুলাই মাসের শুরুতে এ ধান চাষ করতে হয়। বপন করার ১১০ দিনের মধ্যে এ ধান ঘরে তোলা যায়। আগাম জাতের ধানের ফলন যেমন ভালো হয়, তেমনি কৃষকরা কাঁচা খড় বিক্রি করে বাড়তি অর্থ পান। ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিস জানায়, চলতি আমন মৌসুমে ঘোড়াঘাটের চারটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১১ দশমিক ৫ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এর মধ্যে ২৫৪৯ হেক্টর জমিতে আগাম জাতের ধান চাষ করেন কৃষকরা। ঘোড়াঘাট উপজলো কৃষি কর্মকর্তা মো. ইখলাস হোসেন সরকার জানান, অতিরিক্ত ফসল আবাদের কথা চিন্তা করে কৃষকের আগাম জাতের ধান চাষ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়াও আগাম জাতের ধান চাষে ভালো ফলনসহ দামও ভালো পাচ্ছেন কৃষক। একই জমিতে এসব ফসল উঠানোর পর বোরো ধান চাষ করতে পারবেন কৃষকরা।
শিরোনাম
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের
- এমবিবিএস ডাক্তারের টেবিলের ড্রয়ারে মিলল ইয়াবা
- সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট
- লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
- খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকারের যোগদান
- শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে এনটিআরসিএর বিজ্ঞপ্তি
- মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- লালমনিরহাটে সাংবাদিকদের সংগঠন ‘প্রেস ফাইভ’-এর আত্মপ্রকাশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৫ মামলা
- পাচারের অভিযোগ, ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করল ইরান
- ছাত্রশক্তির ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা, কে কোন পদে লড়ছেন
- মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১২ বাংলাদেশি প্রতিষ্ঠান
- রাজধানীতে অস্ত্র-মাদকসহ একটি চক্রের সবাই গ্রেফতার: ডিবি
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা