আগাম জাতের ধান কাটা ও মাড়াই শেষ হয়েছে দিনাজপুর জেলায়। ফলে অনেক কৃষক অন্য ফসল চাষের প্রস্তুতি নেওয়ার জন্য ব্যস্ত সময় পার করছেন। এসব জমিতে অতিরিক্ত ফসল হিসেবে সরিষা, আলু ও শাক-সবজি চাষের প্রস্তুতি গ্রহণ করছেন কৃষক। এদিকে, আগাম জাতের ধান বিক্রি করে কৃষকরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি সংকটের সময়ে কাঁচা খড় বিক্রি করেও মোটা অঙ্কের অর্থ আয় করতে পারছেন। ফলে মাঠ থেকে ধান কাটা মাড়াইসহ বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন কৃষক। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এবার আগাম জাতের ধানি গুড়, ব্রি ধান-৭৫, ৮৭ ও ৪৯, বিনা ৭ ও ১৭, টিয়া, তেজ ও জটাপারি প্রভৃতি চাষ হয়েছে। ঘোড়াঘাট পৌরসভার লালমাটি গ্রামের খাদেমুল বলেন, উপজেলা কৃষি অফিসের পরামর্শে তিনি এক একর জমিতে ব্রি ধান-৭৫ ও জটাপারি জাতের ধান চাষ করেছেন। এ পরিমাণ জমিতে ৫৫ মণ ধান পেয়েছেন এবং কাঁচা ধান প্রতি মণ ১১০০-১১৫০ টাকা দরে বিক্রি করেছেন। আগাম জাতের ধান চাষ সম্পর্কে কৃষি অফিস জানায়, সাধারণত জুলাই মাসের শুরুতে এ ধান চাষ করতে হয়। বপন করার ১১০ দিনের মধ্যে এ ধান ঘরে তোলা যায়। আগাম জাতের ধানের ফলন যেমন ভালো হয়, তেমনি কৃষকরা কাঁচা খড় বিক্রি করে বাড়তি অর্থ পান। ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিস জানায়, চলতি আমন মৌসুমে ঘোড়াঘাটের চারটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১১ দশমিক ৫ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এর মধ্যে ২৫৪৯ হেক্টর জমিতে আগাম জাতের ধান চাষ করেন কৃষকরা। ঘোড়াঘাট উপজলো কৃষি কর্মকর্তা মো. ইখলাস হোসেন সরকার জানান, অতিরিক্ত ফসল আবাদের কথা চিন্তা করে কৃষকের আগাম জাতের ধান চাষ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়াও আগাম জাতের ধান চাষে ভালো ফলনসহ দামও ভালো পাচ্ছেন কৃষক। একই জমিতে এসব ফসল উঠানোর পর বোরো ধান চাষ করতে পারবেন কৃষকরা।
শিরোনাম
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
- শ্রীপুরে উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- ফিলিস্তিনপন্থী নেতা মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ
- একই সঙ্গে কুরআনের হাফেজ হলেন দুই ভাই
- ফ্রান্সে পেশাজীবী সংগঠনগুলোর ধর্মঘট, চাপে ম্যাক্রো
- ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক শফিকুর রহমানের স্মরণে শোকসভা
- নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা
- কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজে নবীনবরন অনুষ্ঠিত
- মাদারীপুরের ডাসারে পুকুরে ডুবে দুই ভাই নিহত
- মাদারীপুরে দাফনের দেড় মাস পর ঠিকাদারের মরদেহ উত্তোলন
- রূপগঞ্জে শুরু হলো তিন দিনব্যাপী আইন শিক্ষার্থীদের বুট ক্যাম্প
- ফ্লোরিডায় তিন খুনের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
- চট্টগ্রামে তিন শতাধিক মানুষ পেল চিকিৎসা ও ওষুধ
- ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড
- দুই মাসের মধ্যে ট্রাম্পের ২৫ শতাংশ জরিমানা শুল্ক থেকে মুক্তির আশা ভারতের
- পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: সুলতান সালাউদ্দিন টুকু
- টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ
- নওগাঁয় ভুয়া ৪ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৬
- আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় গেল ১,১৯২ কেজি ইলিশ
আগাম ধান কাটা ও মাড়াই চলছে দিনাজপুরে
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর