মাঠে মাঠে আগাম আলু উত্তোলনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা। বাজারে চাহিদা এবং দাম বেশি থাকায় উঁচু সমতলভূমির আগাম আলু তুলছেন তারা। এ উপজেলার কৃষকরা আগাম আমন ধান ঘরে তুলে বেশি লাভের আশায় আগাম আলুর বীজ রোপণ করেন। বর্তমানে আলু উত্তোলন শুরু হয়েছে। বাড়তি ঝামেলা ছাড়াই খেতের আলু খেতেই বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে। এছাড়া কয়েক দিনের মধ্যে পুরোদমে মাঠ থেকে আলু উত্তোলন শুরু হবে। চলতি বছর ৪ হাজার ৫০০ হেক্টর জমিতে আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি হাড়িবেচা পাড়া গ্রামের কৃষক জামেনুর রহমান বলেন, চলতি বছর ১৫ সেপ্টেম্বরে রোপণকৃত ৪ বিঘা জমিতে ৫৫ থেকে ৬০ দিনে ফলনযোগ্য আগাম আলু উত্তোলন করেছি। ৪ বিঘা জমিতে ৩৫ বস্তা আলু হবে। আগাম হিসেবে ফলন কিছুটা কম হলেও বাড়তি খরচ ছাড়াই খেতের আলু খেতেই বিক্রি করছি। ওই পরিমাণ জমিতে খরচ হয়েছে প্রায় ৭৫ হাজার টাকা। যা বিক্রি করে প্রায় ১ লাখ টাকা লাভের আশা করছি। একই এলাকার কৃষক আব্দুর রহমান জানান, আলু চাষ করে লাভবান হওয়ার আশায় আগাম আমন ধান কাটামাড়াই করে সেই জমিতে আগাম আলুর বীজ রোপণ করেছি। ৯০ থেকে ১০০ বস্তা আলুর আশা করা হচ্ছে। যা খরচ বাদে দ্বিগুণ লাভ হবে। ব্যবসায়ীরা মাঠ থেকে আলু কিনে নিয়ে ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে সরবরাহ করছেন। কিশোরগঞ্জ উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান বলেন, বাজারে নতুন আলু উঠতে শুরু করেছে। চলতি বছর অনুকূল আবহাওয়ায় আলুর বাম্পার ফলন ও চড়া দাম পেয়ে কৃষকরা লাভবান হবেন।
শিরোনাম
- গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- কেন মধ্যপ্রাচ্য দিয়ে বিদেশ সফর শুরু করলেন ট্রাম্প?
- টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াড দিল দক্ষিণ আফ্রিকা
- সৌদি আরবের সাথে ‘১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি’ হচ্ছে যুক্তরাষ্ট্রের
- পুশইন করা ৭৫ জনকে পরিবারের কাছে হস্তান্তর, ৩ ভারতীয়কে আদালতে প্রেরণ
- নাগরপুরে ইউপি চেয়ারম্যান শওকত আলী গ্রেফতার
- রাজশাহী নার্সিং কলেজে দু’পক্ষের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০
- ভারতের সাথে সংঘর্ষে ১১ সেনাসহ ৫১ জন নিহত : পাকিস্তান সেনাবাহিনী
- মাদারীপুরে হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
- ২০২৭ বিশ্বকাপে দেখা যাবে না রোহিত-কোহলিকে
- ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার
- রাজনৈতিক দলের সঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যানের মতবিনিময় সভা
- হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৪০
- টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে বৃন্দাবনে কোহলি
- পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে ওয়াসা, রাজউক ও ডিএনসিসি
- প্রথম সরকারি সফরে সৌদি আরবে ট্রাম্প
- চার দিনের রিমান্ডে মমতাজ
- স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, দম্পতিকে কুপিয়ে মালামাল লুট
- আইপিএল ফেরার দিনই শুরু হচ্ছে পিএসএল
- ‘আমরা ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি’
নীলফামারীতে খেতেই বিক্রি হচ্ছে আগাম আলু
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর