সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মেডিকেল কলেজ অধ্যক্ষের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন হয়েছে। সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে গতকাল সচেতন নাগরিক সমাজের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন আদিত্য মল্লিক, শেখ মারুফ হোসেন, মাহমুদ আলী সুমন, আমিনুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ রুহুল কুদ্দুস নিয়োগ বাণিজ্য করে ইতোমধ্যে ৬৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। বক্তারা আরও বলেন, এ অধ্যক্ষ ২০১৫ সালে যোগদানের পর থেকে মেডিকেল কলেজের দুর্নীতি চরম আকার ধারণ করেছে। তার কারণে কলেজটি ধ্বংসের দারপ্রান্তে। অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস বলেন, হাই কোর্টে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। জবাব দাখিলের পর হাইকোর্ট যে রায় দেবেন আমি তা মাথা পেতে নেব। ফরম পূরণে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের ব্যাপারে তিনি বলেন, ভর্তির সময় একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক টাকা নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর