ময়মনসিংহের ত্রিশালে এক নারীকে মাদক ব্যবসায়ীর বাড়িতে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি গতকাল সন্ধ্যায় নিশ্চিত করে ত্রিশাল থানার এসআই ইসমাইল জানান, ভুক্তভোগীর পরিবার ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে জানায়। স্বজনরা জানান, শফিকুল ইসলাম ওরফে পাতলা খান চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কিছুদিন আগে মাদকসংশ্লিষ্টতার অভিযোগ করা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এতে ক্ষুব্ধ শফিকুল বৃহস্পতিবার সন্ধ্যায় অন্য একটি ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগীকে তুলে তার বাড়ি নিয়ে যান। সেখানে আটকে রেখে নির্যাতন করেন।