ঢাকার কেরানীগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন মিজানুর, খোকন, হাশেম ও জামাল। গতকাল র্যাব-১০-এর মিডিয়া সেল থেকে বিষয়টি জানানো হয়। একই দিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বরপার খলপাড় এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় একই এলাকার শামীম পাটোয়ারী (৪১) ও বিদাল হোসেনকে (৩৫) গ্রেফতার করা হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।