সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৪ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে বিক্ষোভ করেছে শ্রমিকরা। গতকাল বিকালে কাঁচপুর ব্রিজের নিচে শ্রমিকরা এই কর্মসূচি পালন করে। শ্রমিক নেতা আনোয়ার খানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন, আবু নাঈম খান বিপ্লব, সেলিম মাহমুদ, বেলায়েত হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, প্রতি বছর গার্মেন্টসের রপ্তানি আয় বাড়ছে। বাংলাদেশের মোট রপ্তানির ৮৩ শতাংশের  বেশি আসে গার্মেন্টস খাত থেকে। সাড়ে তিন হাজার কারখানায় ৪০ লাখ শ্রমিকের শ্রমে ঘামে এই পণ্য উৎপাদন ও রপ্তানি আয় হচ্ছে। ইতোমধ্যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ তার অবস্থান দাঁড় করিয়েছে। অথচ আমরা দেখছি সেই গার্মেন্টসের শ্রমিকদের মজুরি    পৃথিবীর মধ্যে সর্বনিম্ন।

সর্বশেষ খবর