নড়াইলের কালিয়া উপজেলায় ড্রেজার দুর্ঘটনায় জিহাদ সরদার (১৫) নামে এক শিশু শ্রমিক নিহত হয়েছে। গতকাল বিকালে উপজেলার নবগঙ্গা নদীর বারইপাড়া ঘাটে বালু আনলোড করার সময় এ দুর্ঘটনা ঘটে। জিহাদ কালিয়া উপজেলার বিঞ্চপুর গ্রামের হাসান সরদারের ছেলে। এলাকাবাসী জানান, জিহাদ বালু শ্রমিকের কাজ করতেন। গতকাল বিকালে বালু আনলোড করার সময় ড্রেজার মেশিনের ফিতা ছিঁড়ে জিহাদের শরীরে লাগে। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার পুলক কুমার সাহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।