সিলেটে ডাকাতের ছোড়া গুলিতে মোটরসাইকেল আরোহী এক যুবক গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় মোটরসাইকেল আরোহী আরেক যুবক আহত হয়েছেন। গুলিবিদ্ধ যুবককে গতকাল সিলেট থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার মুল্লুকনগর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ডাকাতির অভিযোগটি রহস্যজনক।