রাঙামাটি-কাপ্তাই ও আসামবস্তি সড়ক উন্নয়ন কাজের অসন্তোষ চরমে। ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। ২০২২ সালের ডিসেম্বরে এ সড়ক উন্নয়ন প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ৬০ ভাগ। এখনো কাজ বাকি রয়েছে সিংহভাগ। যদিও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এলজিইডি বলছেন, মেয়াদ শেষ হলেও চলমান থাকবে সড়ক উন্নয়নের কাজ। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর গাফিলতির কারণে আদৌ এ প্রকল্প আলোর মুখ দেখবে কি না তা নিয়ে রয়েছে নানা শঙ্কা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৭ সালে রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসের পর বিধ্বস্ত হয় বিভিন্ন সড়ক। তার মধ্যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় রাঙামাটি কাপ্তাই আসামবস্তির পর্যটনখ্যাত নান্দনিক ও আকর্ষণীয় সড়কটি। বন্ধ হয়ে যায় রাঙামাটির কাপ্তাই উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা। এরপর ২০২০ সালে এ সড়ক উন্নয়নে ৩৩ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেন এলজিডি। একই বছরে জুনের ৯ তারিখ এ প্রকল্পের টেন্ডার আহ্বান করা হয়। টেন্ডারের মাধ্যমে তিনটি ঠিকাদার প্রতিষ্ঠান রাঙামাটি ট্রেডার্স, মায়াধন চাকমা ও অনন্ত বিকাশ চাকমাকে তিনটি প্যাকেজ আকারে এ সড়ক উন্নয়নের কাজ ভাগ করে দেওয়া হয়। রাঙামাটি এলজিইডি সূত্রে জানা যায়, রাঙামাটি-কাপ্তাই ও আসামবস্তি ২১৮ কিলোমিটার সড়কটি তিনটি প্যাকেজ আকারে ভাগ করা হয়। প্রথম প্যাকেজের ৫ কিলোমিটার। দ্বিতীয় প্যাকেজে ৫ কিলোমিটার ও তৃতীয় প্যাকেজে ৮ কিলোমিটার কাজ ভাগ করা হয়। এর মধ্যে রয়েছে চারটি ব্রিজও। তবে গত দুই বছরে এ সড়কে কাজ হয়েছে মাত্র ৬০ শতাংশ। তার মধ্যে প্রথম প্যাকেজের অধীনে ঠিকাদার কাজ করেছে ৫ কিলোমিটার সড়কের মধ্যে মাত্র দুই কিলোমিটার । আর তৃতীয় প্যাকেজর আট কিলোমিটার সড়কের মধ্যে কাজ হয়েছে দুই কিলোমিটার। কিন্তু অদৃশ্য কারণে একেবারে থমকে রয়েছে দ্বিতীয় প্যাকেজের ঠিকাদার প্রতিষ্ঠানের কাজ। সর্বমোট চারটি ব্রিজসহ এ সড়কে কাজ সম্পন্ন হয়েছে মোট ৫.২ কিলোমিটার। অন্যদিকে রাঙামাটি-কাপ্তাই ও আসামবস্তি সড়ক উন্নয়নের কাজের মেয়াদও শেষ হচ্ছে এ বছর। তাই তড়িঘড়ি করে কাজ শেষ করতে চায় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। রাঙামাটি কাপ্তাই ও আসামবস্তি সড়কের বিলাইছড়িপাড়ার স্বাক্ষ প্রথম চাকমা অভিযোগ করে বলেন, দীর্ঘ বছর ধরে পড়ে আছে ভাঙাচোরা সড়কটি। আগে অনেক পর্যটক আসতেন বেড়াতে। কিন্তু সড়ক ভাঙা থাকার কারণে এখন তেমন পর্যটক আসেন না। তাই আমাদের ব্যবসাও আগের মতো জমে না। এ ছাড়া যাতায়াতের মারাত্মক ঝুঁকি বেড়েছে। ভাঙা সড়কে প্রায় ঘটছে সড়ক দুর্ঘটনা। একই অভিযোগ করেছেন এলাকার অং সুই মারমা। তিনি বলেন, সড়ক উন্নয়নের কাজ দেখছি দীর্ঘ বছর ধরে কিন্তু কাজের অগ্রগতি হয়নি।
শিরোনাম
- আইপিএলে অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা
- দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ
- এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে এমবাপ্পের নতুন রেকর্ড
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- 'রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো'
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
আলোর মুখ দেখেনি রাঙামাটি কাপ্তাই-আসামবস্তি সড়ক
ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর