সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ডুবন্ত ট্রলার থেকে ফোন করা দুই ভাইয়ের খোঁজ মেলেনি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

ডুবন্ত ট্রলার থেকে ফোন করা দুই ভাইয়ের খোঁজ মেলেনি

বলেশ্বর নদের সুন্দরবন এলাকায় মাছ ধরার সময় ট্রলার ডুবে বরগুনার পাথরঘাটার দুই জেলে নিখোঁজ রয়েছে। বুধবার রাত দেড়টার দিকে পাথরঘাটা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম সুন্দরবনের পক্ষিদিয়া লাচি এলাকায় এ ঘটনা ঘটে। তিন দিনেও দুই ভাইয়ের খোঁজ না পাওয়ায় বাড়িতে চলছে আহাজারি। নিখোঁজ জেলেরা হলেন পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের আবদুর রহিম বেপারীর ছেলে ইউসুফ বেপারী (২৩) ও আমিন বেপারীর ছেলে বায়জিদ (১৭)। পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বাড়ি থেকে রাতের খাবার খেয়ে চার দিনের বাজার নিয়ে ইউসুফ ও বায়জিদ বলেশ্বর নদে মাছ ধরার জন্য ছোট একটি ট্রলার নিয়ে রওনা দেয়। বায়জিদের মা পারভীন জানান, বুধবার রাত দেড়টার দিকে তার ছেলে বায়জিদ ফোন করে জানায় তাদের ট্রলার ডুবে গেছে। তারা দুজন একটি ককশিটের ওপর ভেসে আছে। তাদের দ্রুত উদ্ধার করতে সাহায্য চায়। এরপর থেকে তাদের ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়। ইউসুফের নানা আবদুল লতিফ জানান, ট্রলার ডুবির খবর পেয়ে রাতেই এলাকার লোকজন উদ্ধারের জন্য বের হই।

সর্বশেষ খবর