সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

খাবারে বিষ দিয়ে শিশু হত্যা সৎমায়ের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসায় খাবারের সঙ্গে বিষ দিয়ে পাঁচ বছরের শিশুকে হত্যার দায়ে নাসিমা বেগম নামের এক নারীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেন। গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক তাজুল ইসলাম এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত নাছিমা কুমারখালীর চর ভাবনিপুর গ্রামের উন্তার মৃধার মেয়ে এবং খোকসার আমবাড়ীয়া গ্রামের বাদশা প্রমাণিকের দ্বিতীয় স্ত্রী। জানা যায়, ১৮ বছর আগে স্ত্রী মারা যাওয়ায় নাছিমাকে বিয়ে করে বাদশা প্রামাণিক। তার প্রথম স্ত্রীর দুই সন্তান আলী শাহীন (৫) ও রায়হান (৭) শ্বশুবাড়িতে থাকতেন। ২০০৮ সালের ২০ সেপ্টেম্বর ঈদের জামা কেনার জন্য দুই সন্তান বাদশার বাড়িতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে পরের দিন দুপুরে শাহীনকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেন সৎমা নাছিমা।

সর্বশেষ খবর