শিরোনাম
সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

প্রায়ই নষ্ট থাকে এক্স-রে আলট্রাসনোগ্রাম মেশিন

নীলফামারী প্রতিনিধি

প্রায়ই নষ্ট থাকে এক্স-রে আলট্রাসনোগ্রাম মেশিন

নীলফামারীর ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে ও আলট্রাসনোগ্রাম মেশিন বছরের বেশির ভাগ সময় নষ্ট থাকে। এতে ভোগান্তিতে পড়েন রোগীরা। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে-আলট্রাসনোগ্রাম করাতে গিয়ে আর্থিকভাবে ক্ষতির শিকার হচ্ছেন তারা। সবচেয়ে বিপাকে পড়েছেন দরিদ্র রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি বিষয়টি বারবার ঊর্ধ্বতনদের জানিয়েও কোনো সাড়া মিলছে না। সূত্র জানায়, ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০১২ সালে ৫০ শয্যায় উন্নীত হয়। এরপর দীর্ঘদিনেও ডিজিটাল এক্স-রে ও আলট্রাসনোগ্রাম যন্ত্র সরবরাহ করা হয়নি। ২০২০ সালে এখানে নতুনভাবে সরবরাহ করা হয় এনালগ এক্স-রে ও আলট্রাসনোগ্রাম যন্ত্র। কিছুদিন যেতেই গুরুত্বপূর্ণ এ যন্ত্র দুটি অকেজো হয়ে পড়ে। এখন বছরের বেশির ভাগ সময় নষ্ট থাকে এসব যন্ত্র। মেরামত করা হলে কয়েক দিন চলার পর আবারও অচল হয়ে যায়। ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুজ্জামান জানান, এক্স-রে ও আলট্রাসনোগ্রাম যন্ত্র মেরামত এবং নতুন যন্ত্র সরবরাহের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিক চিঠি দিয়েছেন।

সর্বশেষ খবর