সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

জনবল সংকটে সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ

সৈয়দপুর প্রতিনিধি

প্রয়োজনীয় জনবল না থাকায় সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ৫৮৩ শিক্ষার্থী শিক্ষা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত থাকছে। দেশে দক্ষ জনশক্তি গড়ে তুলতে বর্তমান সরকার কারিগরি শিক্ষার প্রসারে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করে। বিগত ২০২১ সাল থেকে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। প্রথম বছরে ষষ্ঠ ও নবম শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তি করা হয়। একই বছরে ষষ্ঠ শ্রেণির দুটি শাখায় ১২০ জন এবং নবম শ্রেণিতে ৯০ জন শিক্ষার্থী ভর্তি করার মাধ্যমে পাঠদান শুরু হয়। এর মধ্যে বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির ১২০ জনের মধ্যে পাস করে ১১২ জন। নবম শ্রেণির ৯০ জনের মধ্যে দুজন পরীক্ষায় অংশ না নেওয়ায় ৮৮ জন কৃতকার্য হয়।

সরকারি নির্দেশনামতে, নবম শ্রেণি থেকেই শিক্ষার্থীদের মেধা ও পছন্দক্রম অনুযায়ী পাঠদান দেওয়া হয়। কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. মো. ওমর ফারুক শিক্ষক সংকটের সত্যতা নিশ্চিত করে জানান, সমস্যার সমাধানে পত্র দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর