সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

শেষ হলো কাঞ্চনজঙ্ঘা পালাটিয়া উৎসব

পঞ্চগড় প্রতিনিধি

আনন্দ উদযাপনের মধ্য দিয়ে উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই দিনব্যাপী কাঞ্চনজঙ্ঘা পালাটিয়া উৎসব শেষ হয়েছে। গতকাল সকালে শোভাযাত্রা, বজ্রপ্রাণ মেডিটেশন এবং প্রার্থনা সংগীতের মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়। বিকালে জেলা প্রশাসক জহিরুল ইসলাম এ উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগে হাজার হাজার পর্যটক ছুটে আসেন তেঁতুলিয়ায়। এ অঞ্চলের পালাটিয়া লাকনাট্য হাজার বছরের পুরনো সংস্কৃতি। ঐতিহ্যবাহী সংস্কৃতিকে সমসাময়িক উপস্থাপন এবং পর্যটকদের আনন্দ উপভোগের কথা মাথায় রেখে মহানন্দা নদীর তীরে মহানন্দা পার্কে এ উৎসব আয়োজন করছে পঞ্চগড়ের নাট্যদল ভূমিজ। গত শনিবার উৎসব স্থল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। তেঁতুলিয়া ডাকবাংলোতে শোভাযাত্রাটি শেষ হয়। এরপর মুক্তিযুদ্ধ যাদুঘর চত্বরে বজ্রপ্রাণ মেডিটেশন অনুষ্ঠিত হয়। বজ্রপ্রাণ মেডিটেশন পরিচালনা করেন সিদ্ধাচার্য ইউরি বজ্রমুণি। বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক কামরুজ্জামান, মকবুলার রহমান প্রমুখ।

 

সর্বশেষ খবর