সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সোনারগাঁয়ে আওয়ামী লীগের কর্মী সম্মেলনে সংঘর্ষ, আহত ১০

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁয়ে আওয়ামী লীগের কর্মী সম্মেলনে সংঘর্ষ, আহত ১০

সোনারগাঁয়ের জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলনের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে চারজনসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ কয়েক দফায় উভয় পক্ষের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দিলেও তারা বিভিন্নভাগে বিভক্ত হয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। সম্মেলনের চেয়ার, টেবিল ও স্টেজ ভাঙচুর করে তারা।

জানা যায়, গতকাল বিকালে মালিপাড়া বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করে জামপুর ইউনিয়ন আওয়ামী লীগ। সম্মেলনের শেষের দিকে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে মঞ্চের পেছনে ডেকে নিয়ে জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলুর এক সমর্থককে মারধরের সূত্র ধরে সংর্ঘষ শুরু হয়। পরে শিপলুর লোকজন ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ শুরু হয়। হামীম শিকদার শিপলু জানান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরুর লোকজন তার নেতা-কর্মীদের ওপর পরিকল্পিত হামলা করে। জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু বলেন, আমার নেতা-কর্মীরা এ হামলার সঙ্গে জড়িত নয়।

সর্বশেষ খবর