রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

এসএসসি ফরম পূরণ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে এসএসসি ফরম পূরণের অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অভিভাবক ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বেনুপুর বজলুর রহমান উচ্চবিদ্যালয়ের এসএসসি ফরম পূরণের এ অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। সরকার নির্ধারিত ফ্রি এসএসসি ফরম পূরণের বিজ্ঞান শাখা ২১৪০ টাকা মানবিক শাখা ও ব্যবসা শিক্ষা শাখা ২০২০ টাকা। কিন্তু ওই স্কুলের কর্তৃপক্ষ তা মানছেন না। প্রতি শিক্ষার্থী কাছ থেকে ৪ হাজার ৫০০ থেকে সাড়ে ৫ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। এ ছাড়া কোচিংয়ের নামে তাদের কাছে থেকে আরও ৮০০ টাকা করে নিচ্ছেন স্কুল কর্তৃপক্ষ।

এভাবে ফরম পূরণ বাবদ ১১০ শিক্ষার্থী কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা  আদায় করা হয়। এতে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থী ও শিক্ষার্থীর পরিবার। শিক্ষার্থী অন্তরা দাস জানান, আমার পিতা একজন নিম্ন আয়ের মানুষ। অনেক পরিশ্রম করে সংসার চালাতে হয়। কিন্তু ফরম পূরণের ২ হাজার টাকা বিদ্ধি থাকলেও আমার কাছে থেকে প্রায় ৫০০০ টাকা নিয়ে ফরম পূরণ করেন। শিক্ষার্থী সাজ্জাদ হোসেন জানান, অতিরিক্ত ক্লাস করার জন্য টাকা নেওয়া হলেও কোনো ক্লাস করা হচ্ছে না। তাদের অভিযোগ, টাকাগুলো সব প্রধান শিক্ষক আত্মসাৎ করেছেন। চায়না সরকার নামে এক অভিভাবক জানান, আমার মেয়ে এসএসসি পরীক্ষার অল সাবজেক্টে পাস করার পরেও সাড়ে ৪ হাজার টাকা দাবি করেন। পরে আমি একটি এনজিও থেকে সেই টাকা উঠিয়ে ফরম পূরণ করেছি। অঞ্জলি মন্ডল নামে অন্য অভিভাবক বলেন, আমার মেয়ের ফরম পূরণ করতে ৫ হাজার হাজার টাকা দাবি করলে সাড়ে ৪ হাজার টাকা দিয়েছি। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদল আজিজ জানান, সিরাজুল ইসলাম এসএসসি ফরম পূরণের জন্য ২০২০ টাকা ও ২৪৮০ টাকা অতিরিক্ত ক্লাসের খরচ বাবদ নেওয়া হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা জানান, সরকারি বোর্ড কর্তৃক নির্ধারিত টাকার বেশি নেওয়ার কোনো সুযোগ নেই। যদি এভাবে ওই স্কুলে টাকা নিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, ওই বিদ্যালয়ের এসএসসি ফর্ম পূরণের অতিরিক্ত বিষয়টি আমার জানা নেই। এমন ঘটনা ঘটলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর