শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নির্মাণের সাড়ে ৩ বছর পর ভোলার ২৫০ শয্যা হাসপাতাল উদ্বোধন

ভোলা প্রতিনিধি

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উদ্বোধন হয়েছে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। গতকাল সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ ভবনের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে স্বাস্থ্যসেবা অনেক দূর এগিয়েছে। আমাদের টিকার কর্মসূচি সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। ভিটামিন এ ক্যাপসুল সফলতা পেয়েছে। এর মাধ্যমে দেশে অনেক রোগ-বালাই কমে আসছে। মন্ত্রী আরও বলেন, এতে করে আমাদের সংক্রমণ রোগ-বালাই কমে গেছে এবং দেশে গড় আয়ু অনেক বৃদ্ধি পেয়েছে। শিশু ও মাতৃমৃত্যু হার কমাতে সক্ষম হয়েছি আমরা। উদ্বোধন উপলক্ষে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিভিল সার্জেন কে এম শফিকুজ্জামান, হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ লোকমান হাকিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর