লালমনিরহাট জেলায় দিন দিন কমছে গমের আবাদ। বাজারে গমের ন্যায্যমূল্য না থাকা ও সরকার নির্ধারিত দরে বিক্রি করতে না পারায় গম আবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা। এর বদলে ভুট্টা, আলুসহ অন্যান্য ফসলের চাষাবাদে ঝুঁকছেন তারা। এক সময় উত্তরের জেলা লালমনিরহাট গম উৎপাদনে এগিয়ে থাকলেও এখন লোকসান হওয়ায় গম আবাদে আগ্রহ হারাচ্ছেন জেলার চাষিরা। এ ছাড়া অভিযোগ রয়েছে, কৃষকরা তাদের উৎপাদিত গম সরকারের খাদ্য গুদামে বিক্রি করতে পারেন না। এমন নানা কারণে গম আবাদ করা থেকে দিন দিন মুখ ফিরিয়ে নিচ্ছেন এ অঞ্চলের চাষিরা। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার কৃষকরা ধান, ভুট্টা, সরিষাসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনের পাশাপাশি অনেক জমিতে গম আবাদ করতেন। কিন্তু এখন আর আগের মতো গম আবাদ হয় না। আধুনিক চাষাবাদ পদ্ধতির কারণে অল্প জমিতে বেশি ফসল উৎপাদন করা গেলেও গম চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন চাষিরা। ফলে কমছে গমের উৎপাদন। সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, গমের ন্যায্যমূল্য নিশ্চিত করে চাষিদের গম আবাদে উৎসাহ প্রদানসহ সার্বিক সহযোগিতা করা না হলে আগামীতে এ জেলায় গম আবাদ আরও কমে যাবে। ফলে গম উৎপাদনে আরও ঘাটতি দেখা দেবে। কৃষক রবিউল ইসলাম বলেন, গম চাষ করে খরচ ওঠে না। এ ছাড়া বাজারে গমের থেকে ধানের চাহিদা বেশি, গমের থেকে ধানের দামও বেশি। এমনকি সরকারিভাবেও যথা সময়ে গম কেনা হয় না। খাদ্যগুদামে সরকারিভাবে গম কেনার তালিকায় প্রকৃত কৃষকদের নাম থাকে না। এমন নানা কারণে ক্ষতিগ্রস্ত হয়ে আমার মতো অনেক কৃষক দিন দিন গমের আবাদ ছেড়ে দিয়ে অন্য ফসলের দিকে ঝুঁকছেন। আরেক কৃষক বলেন, সরকারের গম সংগ্রহে মাঠের কৃষকরা গম দিতে পারে না। সরকার গম কেনার জন্য বেশি দাম দিলেও এর সুফল পায় সিন্ডিকেট ব্যবসায়ীরা। তাই গম চাষে তেমন আগ্রহ নেই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক হামিদুর রহমান জানান, কৃষকরা সব ধরনের ফসলই চাষ করছেন। প্রতি বছরই ভালো ফলন হচ্ছে। এর কারণ সরকার কৃষকদের পাশে রয়েছে। কৃষকদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকরা যখন দাম কম পান তখন সমস্যা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ বলেন, চলতি বছর জেলায় সরকার নির্ধারিত মূল্যে গম কেনার জন্য প্রকৃত কৃষকদের তালিকা ও লটারির বিষয়টি দেখা হবে। এতে প্রকৃত কৃষকদের কাছ থেকে গম সংগ্রহ করা হয়। যাতে মধ্যস্বত্বভোগীরা প্রকৃত কৃষকদের ঠকাতে না পারে সে বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি রাখা হবে।
শিরোনাম
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
লালমনিরহাটে গম চাষাবাদে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষক
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর