লালমনিরহাট জেলায় দিন দিন কমছে গমের আবাদ। বাজারে গমের ন্যায্যমূল্য না থাকা ও সরকার নির্ধারিত দরে বিক্রি করতে না পারায় গম আবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা। এর বদলে ভুট্টা, আলুসহ অন্যান্য ফসলের চাষাবাদে ঝুঁকছেন তারা। এক সময় উত্তরের জেলা লালমনিরহাট গম উৎপাদনে এগিয়ে থাকলেও এখন লোকসান হওয়ায় গম আবাদে আগ্রহ হারাচ্ছেন জেলার চাষিরা। এ ছাড়া অভিযোগ রয়েছে, কৃষকরা তাদের উৎপাদিত গম সরকারের খাদ্য গুদামে বিক্রি করতে পারেন না। এমন নানা কারণে গম আবাদ করা থেকে দিন দিন মুখ ফিরিয়ে নিচ্ছেন এ অঞ্চলের চাষিরা। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার কৃষকরা ধান, ভুট্টা, সরিষাসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনের পাশাপাশি অনেক জমিতে গম আবাদ করতেন। কিন্তু এখন আর আগের মতো গম আবাদ হয় না। আধুনিক চাষাবাদ পদ্ধতির কারণে অল্প জমিতে বেশি ফসল উৎপাদন করা গেলেও গম চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন চাষিরা। ফলে কমছে গমের উৎপাদন। সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, গমের ন্যায্যমূল্য নিশ্চিত করে চাষিদের গম আবাদে উৎসাহ প্রদানসহ সার্বিক সহযোগিতা করা না হলে আগামীতে এ জেলায় গম আবাদ আরও কমে যাবে। ফলে গম উৎপাদনে আরও ঘাটতি দেখা দেবে। কৃষক রবিউল ইসলাম বলেন, গম চাষ করে খরচ ওঠে না। এ ছাড়া বাজারে গমের থেকে ধানের চাহিদা বেশি, গমের থেকে ধানের দামও বেশি। এমনকি সরকারিভাবেও যথা সময়ে গম কেনা হয় না। খাদ্যগুদামে সরকারিভাবে গম কেনার তালিকায় প্রকৃত কৃষকদের নাম থাকে না। এমন নানা কারণে ক্ষতিগ্রস্ত হয়ে আমার মতো অনেক কৃষক দিন দিন গমের আবাদ ছেড়ে দিয়ে অন্য ফসলের দিকে ঝুঁকছেন। আরেক কৃষক বলেন, সরকারের গম সংগ্রহে মাঠের কৃষকরা গম দিতে পারে না। সরকার গম কেনার জন্য বেশি দাম দিলেও এর সুফল পায় সিন্ডিকেট ব্যবসায়ীরা। তাই গম চাষে তেমন আগ্রহ নেই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক হামিদুর রহমান জানান, কৃষকরা সব ধরনের ফসলই চাষ করছেন। প্রতি বছরই ভালো ফলন হচ্ছে। এর কারণ সরকার কৃষকদের পাশে রয়েছে। কৃষকদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকরা যখন দাম কম পান তখন সমস্যা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ বলেন, চলতি বছর জেলায় সরকার নির্ধারিত মূল্যে গম কেনার জন্য প্রকৃত কৃষকদের তালিকা ও লটারির বিষয়টি দেখা হবে। এতে প্রকৃত কৃষকদের কাছ থেকে গম সংগ্রহ করা হয়। যাতে মধ্যস্বত্বভোগীরা প্রকৃত কৃষকদের ঠকাতে না পারে সে বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি রাখা হবে।
শিরোনাম
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
লালমনিরহাটে গম চাষাবাদে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষক
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর