শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বোরোর বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে বোরো ধানের বেড়ে ওঠা চারাগুলো হলুদ হয়ে গেছে। আক্রান্ত বীজতলা নিয়ে চিন্তায় পড়েছেন এ অঞ্চলের কৃষক। কৃষি অফিস থেকে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।

জানা যায়, কয়েক দিন ধরে বগুড়ায় ঘনকুয়াশা এবং হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। কুয়াশা-শীতের কারণে বোরোর বীজতলার প্রায় চারভাগের একভাগ হলুদ হয়ে গেছে। বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা, ধুনট, গাবতলী ও শেরপুর উপজেলায় নদী ও খাল বেশি থাকায় শীতও বেশি পড়ছে।

সর্বশেষ খবর