রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পদ্মা সেতু বিরোধী বিএনপি নেতারাও সুফল ভোগ করছেন : ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করছেন বলেই দেশের এত উন্নয়ন। অসহায়, দরিদ্র মানুষরা প্রধানমন্ত্রীর বিভিন্ন ধরনের সহযোগিতার সুফল ভোগ করছেন। শান্তিতে বসবাস করছেন। বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তা-ঘাট, ব্রিজ কালভার্ট, স্বাস্থ্যসেবার উন্নয়ন হয়েছে। আর উন্নয়ন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে বাংলার জনগণের ভাগ্যের পরিবর্তন হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন ও পদ্মা সেতুর বিরোধিতাকারী বিএনপি নেতারাই পদ্মা সেতুর সুফল ভোগ করছেন। বিএনপি নেতারা পদ্মা সেতু দিয়েই চলাচল করছেন। আর সেই সেতু পার হয়েই শেখ হাসিনার উন্নয়নের বিরোধিতা করছেন।

বিএনপি যতই এ উন্নয়নের বিরোধিতা করুক, জনগণের মন জয় করতে পারবে না। আর শেখ হাসিনাকে দেশ ও দেশের মানুষের উন্নয়নে থামাতে পারবে না। বিএনপির সব ষড়যন্ত্রকেই জনগণ প্রত্যাখ্যান করেছে। গতকাল দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার ওলামারা, রামকৃষ্ণ মিশন, ইসকন, দুস্থ খেলোয়াড়, প্রতিবন্ধী, বাস শ্রমিক ও সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার (শীতবস্ত্র) বিতরণ ও বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বাইসাইকেল এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন। অনুষ্ঠানে ২০২২-২০২৩ অর্থবছরে উপজাতীয় নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রথম ও দ্বিতীয় কিস্তি বরাদ্দ; বসতঘর-২৫টি ৪৩ লাখ ৪২ হাজার ৫০০ টাকা, ৩০টি বাইসাইকেল ২ লাখ ৪০ হাজার টাকা, শিক্ষাবৃত্তি, প্রথম থেকে পঞ্চম শ্রেণি ১০০ জন ২ লাখ ৪০ হাজার টাকা, ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি ৪ লাখ ৮০ হাজার টাকা ও একাদশ শ্রেণি থেকে ৩০ জন ২ লাখ ৮৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিচুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ইয়াজ দান মার্শাল প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর