বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পোলট্রি খাদ্য ও ওষুধের দাম বাড়ায় বিপাকে খামারি

পিরোজপুর প্রতিনিধি

পোলট্রি খাদ্য ও ওষুধের দাম বাড়ায় বিপাকে খামারি

পিরোজপুরের একটি পোলট্রি খামার -বাংলাদেশ প্রতিদিন

প্রতিনিয়তই বেড়ে চলছে পোলট্রি খাবার ও ওষুধের দাম। ফলে চরম বিপাকে পড়েছেন পিরোজপুরের খামারিরা। অনেক মুরগির খামার ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হয়েছে বেকারত্ব। অন্যদিকে খামার বন্ধ হওয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষ দুই সহস্রাধিক পরিবার পড়েছেন আর্থিক সংকটে।

জানা যায়, পিরোজপুর জেলায় ছোট বড় প্রায় ৫ হাজার পোলট্রি খামার রয়েছে। যা থেকে বছরে উৎপাদিত হয় ৩৫ থেকে ৪০ কোটি ডিম। যা দেশের চাহিদার প্রায় এক-তৃতীয়াংশ পূরন করে থাকে। সে হিসাবে দেশের আমিষ চাহিদা পূরণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পিরোজপুর। পাশাপাশি বর্তমান সময়ের অধিক দামের মাছ গোশতের বিকল্প হিসেবে ডিমের সরবরাহকে সচল রেখেছে এ জেলা। অন্যদিকে পোলট্রি খাদ্যসহ সংশ্লিষ্ট সব কিছুর মূল্যবৃদ্ধি ও সরকারি তদারকির অভাবে মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে জেলার আয়ের অন্যতম খাত পোলট্রি শিল্পের। ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে এ জেলার শতাধিক পোলট্রি ফার্ম। ফলে একদিকে যেমন দেনায় জর্জরিত হয়েছেন খামার মালিকরা অন্যদিকে মূলধন আটকে গেছে খাবার সরবরাহকারীদের। পিরোজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুণ কুমার সিকদার জানান, পিরোজপুরে প্রায় ২৫ হাজার মানুষ পোলট্রি খামারের সঙ্গে জড়িত। খাবার ও ওষুধের বারতি দামের কারণে ডিমের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। পোলট্রি খামারিদের সঙ্গে বাজারে ডিমের মূল্য নির্ধারণকারীদের সমন্বয় না থাকায় লোকসানে পড়ছেন তারা। আমরা চেষ্টা করছি এ সমস্যা থেকে উত্তরণের।

সর্বশেষ খবর