বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
বসুন্ধরার কম্বল পেয়ে খুশির ঝিলিক

এলা আইতোত ছাওয়ালক ধরি শান্তিত নিন পারিম

নীলফামারী প্রতিনিধি

এলা আইতোত ছাওয়ালক ধরি শান্তিত নিন পারিম

নীলফামারী জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের পাটোয়ারী পাড়া গ্রামের আমিনা প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে গতকাল বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে শীতার্তদের কম্বল দেওয়া হয়। কালের কণ্ঠ শুভ সংঘের সদস্যরা আয়োজন করেন কম্বল বিতরণ অনুষ্ঠানের। সেখানে মনিরা বেগম দুই প্রতিবন্ধী শিশুসন্তান নিয়ে এসেছিলেন কম্বল নিতে। কম্বল পেয়ে তাদের চোখেমুখে ফুটে ওঠে আনন্দের ঝিলিক। মনিরা বলেন, ‘এইবার শীত গেইল। টাকার অভাবোত কম্বল কিনির পারি নাই। পাতলা একখান দাগলা (কাঁথা) দিয়া আইতোত মেল্লা কষ্ট হামার। তোমার কম্বল দিয়া আইতোত (রাত) ছাওয়ালক ধরি শান্তিত নিন পারিম।’ খামাতপাড়া গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী ফেরোজা বেগম (৭০) বলেন, ‘দাগিলী-খেতা (কাঁথা) গাত দিয়া আইতের জার কাটে না। এইটা কম্বল দিয়া এলা মোর জার ভালো করি কাটিবে বাহে।’ শুধু মনিরা, ফেরোজাই নন কম্বল পেয়ে দারুণ খুশি অসহায় হাজারো মানুষ। গতকাল দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে বসুন্ধরা গ্রুপের এক হাজার কম্বল বিতরণ করা হয়। এর মধ্যে বেলা ১১টার দিকে জেলা সদরের পাটোয়ারী পাড়া গ্রামের আমিনা প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে বিতরণ করা হয় শতাধিক কম্বল। এর আগে সকাল ৯টার দিকে শহরের টাউন ক্লাবের সামনে ১০০ কম্বল বিতরণ করা হয় পত্রিকা হকার ও অসহায় শীতার্তদের মধ্যে। সেখানে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও কালের কণ্ঠে শুভ সংঘের জেলা শাখার প্রধান উপদেষ্টা শিক্ষাবিদ ও সাবেক অধ্যক্ষ সরওয়ার মানিক। একইভাবে ডোমার, জলঢাকা, ডিমলা ও সৈয়দপুর উপজেলায় বিতরণ করা হয় বসুন্ধরা গ্রুপের কম্বল।

 

সর্বশেষ খবর