বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
এজেন্টের ছেলেকে মারধর

অবশেষে সব আসামির বিরুদ্ধে চার্জশিট

সিরাজগঞ্জ প্রতিনিধি

বেলকুচিতে পত্রিকার এজেন্ট দৌলত মণ্ডলের ছেলেকে মারধর ঘটনার মামলায় সব আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগশন (পিবিআই)। এর আগে বেলকুচি থানার পুলিশ মামলার প্রধান আসামি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামসহ চারজনকে বাদ দিয়ে চার্জশিট দিয়েছিল। পরে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি পিবিআইয়ে হস্তান্তর করা হয়। পিবিআই ওই চারজনসহ ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করেছে। তারা হলেন- আমিনুল ইসলাম, পৌর ছাত্রলীগ সভাপতি এ এম আকতার হামিদ, বেলকুচি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সজীব আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাকিম, শাহাদত হোসেন মুন্না, হজরত আলী, মাসুদ, ইয়াছিন, সৌরভ, সবুজ, আলমাছ, আসাদুল ইসলাম মল্লিক ও সোলায়মান। পিবিআই পুলিশ সুপার রেজাউল ইসলাম বলেন, মামলাটি স্পর্শকাতর বলে অধিকতর গুরুত্ব দিয়ে পাঁচ মাস তদন্ত করা হয়ছে।

সর্বশেষ খবর