বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিচার দাবিতে ঝাড়ুমিছিল অভিযুক্ত শিক্ষক বরখাস্ত

স্কুলছাত্রীর শ্লীলতাহানি

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনার বিচার দাবিতে গতকাল মানববন্ধন ও ঝাড়ুমিছিল হয়েছে। গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তুলারামপুর-শেখহাটি সড়কে স্থানীয় নারী-পুরুষ ও অভিভাবকদের উদ্যোগে মানববন্ধনে বক্তৃতা করেন রমেশ চন্দ্র অধিকারী, অসীম কুমার পাল প্রমুখ। বক্তারা বলেন, গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুকান্ত কুমার গোস্বামী কিছুদিন ধরে মেয়েদের উত্ত্যক্ত ও শ্লীলতাহানি করে আসছিলেন। গত ১৮ জানুয়ারি বেলা ৩টার দিকে এক ছাত্রীকে পড়ানোর কথা বলে বিদ্যালয়ের দ্বিতীয় তলার নির্জন শ্রেণিকক্ষে নিয়ে যান। সেখানে মেয়েটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার স্পর্শকাতর স্থানে হাত দেন ওই শিক্ষক। মেয়েটি বিষয়টি সহপাঠীদের জানায় এবং কাঁদতে কাঁদতে বাড়ি যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল জানান, ভুক্তভোগী ছাত্রীর মা গত রবিবার সুকান্ত কুমার গোস্বামীর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। অভিযুক্ত শিক্ষক বলেন, আমাকে সামাজিকভাবে হেয় করতে প্রতিপক্ষরা এসব করছে।

সর্বশেষ খবর