বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ট্রেনের ধাক্কায় দুই বৃদ্ধের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। উপজেলার কড়ইতলা রেলক্রসিং ও শ্রীনিধি রেলওয়ে স্টেশন আউটার এলাকায় গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রায়পুরার মির্জাপুর ইউনিয়নের গুচ্ছ গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে শ্রবণ প্রতিবন্ধী কাশেম মিয়া (৬৫)। তিনি পেশায় শ্যালো মেশিন মেকানিক। অপরজন চান্দেরকান্দি ইউনিয়নের কড়ইতলা গ্রামের সুচেন্দ্র বিশ্বাসের ছেলে কর্ণ বিশ্বাস (৬২)। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে কাশেম মিয়া সাধুনগর গ্রামের পাশে থাকা রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় পিছন থেকে আসা ঢাকামুখী এগারোসিন্দুর এক্সপ্রেস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। অপরদিকে কড়ইতলা গ্রামের মানসিক ভারসাম্যহীন কর্ণ বিশ্বাস দুপুরে শ্রীনিধি রেল স্টেশনের পশ্চিম পাশে আউটারের পাশ দিয়ে রেল পাড় হতে গেলে চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলি এক্সপ্রেসের ধাক্কায় তার মৃত্যু হয়। ভৈরব রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক হাসানুজ্জামান রুমেল বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি।

সর্বশেষ খবর