মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরার কম্বল পেয়ে খুশি বিশ্ববিদ্যালয় কর্মচারীরা

ময়মনসিংহ প্রতিনিধি

বসুন্ধরার কম্বল পেয়ে খুশি বিশ্ববিদ্যালয় কর্মচারীরা

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে বিশ্ববিদ্যালয় কর্মীদের কম্বল বিতরণ করা হয় -বাংলাদেশ প্রতিদিন

নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী হনুফা খাতুন। অল্প বেতনে চাকরি করে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাকে। বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে আবেগাপ্লুত হয়ে যান হনুফা। বলেন, যারা আমাকে এই শীতে কম্বল দিয়েছে আল্লাহ তাদের আরও সামর্থ্য দিক মানুষকে সহায়তা করার। ময়মনসিংহের ত্রিশালে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে কালের কণ্ঠ শুভসংঘের সহায়তায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কম্বল নিতে এসে এভাবেই নিজেদের অনুভূতি জানান, পরিচ্ছন্নতাকর্মী, মালী, সুইপারসহ অন্য কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চের সামনে গতকাল কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হুমায়ুন কবীর। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার, মানবসম্পদ বিভাগের বিভাগীয় প্রধান রেজোয়ান আহমেদ শুভ্র, সহকারী অধ্যাপক মোহাম্মদ মিলন, আইন বিচার বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান নিউটন, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী উল্লাহ, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মেহেদী হাছান, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আসিফ ইকবাল আরিফ, ইইই বিভাগের সহকারী অধ্যাপক মাইন উদ্দিন, মানবসম্পদ বিভাগের সহকারী অধ্যাপক সাজন সাহা, কালের কণ্ঠ শুভসংঘের সভাপতি আসাদুজ্জামান নুর প্রমুখ। ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. মেহেদী উল্লাহ বলেন, ‘বসুন্ধরা গ্রুপ ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নয়- আত্মমানবতার সেবায় অসহায়দের পাশে দাঁড়িয়ে তারা আজ বাংলাদেশে আলাদা সুনাম অর্জন করেছে। শিক্ষাব্যবস্থায় দরিদ্রদের বিভিন্নভাবে সহায়তা করে নিজেদের উচ্চতর স্থানে নিয়ে গেছে।’ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন বলেন, ‘বসুন্ধরা গ্রুপ লাখ লাখ বেকারের কর্মসংস্থানের পাশাপাশি করোনা মহামারি, প্রাকৃতিক দুর্যোগ, রোজা ও শীতে ও মেধাবী শিক্ষার্থীদের পাশে আছে।

যেভাবে অসহায়দের সহায়তা দিয়ে থাকে। আমি মনে করি অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান যদি এভাবে এগিয়ে আসত তাহলে আমাদের দেশের অসহায়রা অনেকটা স্বাবলম্বী হতে পারত।’

সর্বশেষ খবর