রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

কুমিল্লায় এশায়াত সম্মেলন

কুমিল্লা প্রতিনিধি

আল্লাহর দেওয়া হুকুম আহকাম যথাযথ মেনে নেওয়ার শিক্ষা অন্তরে ঠাঁই নেয় কোরআনে ফয়েজ গ্রহণের মাধ্যমে। এ মহামূল্যবান নিয়ামত হযরত গাউছুল আজম (রা.) অকাতরে দান করে গেছেন। শুক্রবার বাদ জুমা কুমিল্লা কান্দিরপাড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশ কুমিল্লা জেলা সমন্বয় পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এশায়াত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হযরত শায়খ ছৈয়দ গাউছুল আজম মাদ্দাজিল্লুহুল আলী এসব কথা বলেন। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব হযরতুলহাজ আল্লামা অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এশায়াত সম্মেলনের উদ্বোধক ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ হাবিবুর আল-আমিন সাদী। বিশেষ অতিথি ছিলেন আল্লামা মোহাম্মদ নেছার উদ্দীন ওয়ালী উল্লাহী, আল্লামা শাহ মোহাম্মদ মহিউদ্দিন, আল্লামা মোহাম্মদ আবদুল মতিন,  ড. মোহাম্মদ আবুল মনছুর, ড. জালাল আহমেদ, আল্লামা মোহাম্মদ সফিকুল আলম পাটোয়ারী প্রমুখ।, লাঙ্গলকোট কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল হান্নান, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হুজ্জাতুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল মুবিন আখন্দ, হাফেজ নাজির আহমদ, মাওলানা মোহাম্মদ জামাল হোসেন, হাফেজ কারী মোহাম্মদ ইমাম হাসান, কুমিল্লা এবি স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আকতারুজ্জামান বাবু প্রমুখ। প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ ফোরকান মিয়া। বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ রকিব উদ্দীন, মাওলানা মুহাম্মদ শফিউল আলম, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন মুনিরী, মাওলানা মুহাম্মদ এরশাদুল হক। সম্মেলন শেষে দেশ জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করেন।

 

সর্বশেষ খবর