প্রথম শ্রেণির পৌরসভা সৈয়দপুর। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৫৮ সালে। কিন্তু ছিল না স্থায়ী সবজিবাজার। রেললাইনের ওপর ছিল অস্থায়ী সবজিবাজার। ফলে ট্রেনের মলমূত্র গিয়ে পড়ত সবজির ওপর। দুর্ঘটনা ঘটত প্রতিনিয়ত। আবার ছিল রেলওয়ে কর্তৃপক্ষের উচ্ছেদের খড়গ। সব মিলিয়ে সবজি ব্যবসায়ী ও ক্রেতারা ছিলেন উদ্বেগ ও উৎকণ্ঠায়। নাগরিক সুবিধা বাড়াতে এবং সবজি কেনাকাটায় বিড়ম্বনা বন্ধ করতে রেললাইনের ওপর অস্থায়ী সবজিবাজারটি সরিয়ে পৌর এলাকার ১১ নম্বর ওয়ার্ডে নিয়ে যান পৌর মেয়র। এমন অবস্থায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফিরে পান পৌর নাগরিকরা। কিন্তু পরে আমজাদ হোসেন সরকার ভজে মেয়র নির্বাচিত হলে ফের পৌর সবজিবাজারটি বেহাল অবস্থায় পড়ে। শুষ্ক মৌসুমে ক্রেতা-বিক্রেতারা সবজি বাজারে আসতে পারলেও বর্ষা মৌসুমে কাদাপানিতে চলাচলে চরম অসুবিধার সৃষ্টি হতো। এমনকি সবজি ব্যবসায়ীদের জন্য ছিল না কোনো মাথার ওপর ছাউনি। এমন পরিস্থিতিতে ব্যবসায়ী ও ক্রেতারা হতেন নাস্তানাবুদ। জনস্বার্থে বাজার সরিয়ে নেওয়ার পরেও অনেক বাধা-বিপত্তি আসে। নিজস্ব বুদ্ধিমত্তা ও নাগরিক সুবিধা বাড়াতে নির্মাণকাজ এগিয়ে নিতে থাকেন। নতুন এ পৌর সবজি বাজারের নাম দেওয়া হয় মেয়র আখতার হোসেন বাদল আধুনিক পৌর সবজিবাজার। প্রায় ৬১ লাখ টাকা ব্যয়ে ১২৪টি আধাপাকা দোকান গড়ে তোলা হয়। এতে করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বেড়েছে পৌরসভার রাজস্বও। চলাচলের সুবিধার্থে ১০ ফুট চওড়া কংক্রিকেটর রাস্তা তৈরি করা হয়। জলজট নিরসনে করা হয় সুপ্রশস্ত ড্রেনেজ ব্যবস্থা। বর্জ্য অপসারণে নিয়োগ করা হয় পরিচ্ছন্নকর্মীদের। বর্তমানে শহরের এ সবজিবাজারটি পরিবেশবান্ধব বাজার হিসেবে চারদিকে সুখ্যাতি ছড়াচ্ছে। ওই বাজারের ব্যবসায়ীরা বলেছেন, দীর্ঘদিন তারা পৌরসভাকে যথা নিয়মে খাজনা পরিশোধ করেও কোনো সুযোগ-সুবিধা পেতেন না। এখন আর কোনো দুশ্চিন্তা নেই। তারা এখন আয়েশে ব্যবসা করছেন। ক্রেতাদেরও নেই কোনো বিড়ম্বনা। ওই বাজারে কথা হয় সবজি ক্রেতা লাভলী বেগম, মনোয়ারা খাতুন, শফিকুর রহমান, আবদুল আজিজ, তাহের উদ্দিনসহ একাধিক ব্যক্তির সঙ্গে। এখন বাজারটি স্বাস্থ্যসম্মত হয়েছে, নাকেও রুমাল দিতে হয় না। বর্ষাকালেও অসুবিধার সৃষ্টি হয় না। চলাচলের রাস্তা চওড়া হওয়ায় নেই কোনো প্রতিবন্ধকতা। তাদের মতে, দীর্ঘ ৬৪ বছর পর সৈয়দপুর পৌরসভার নাগরিকরা কোনো একটি স্থায়ী আধুনিক পৌর সবজিবাজার পেলেন।
শিরোনাম
- আইপিএলে অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা
- দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ
- এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে এমবাপ্পের নতুন রেকর্ড
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- 'রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো'
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
৫০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সৈয়দপুরে
সৈয়দপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর