মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট ছাত্রলীগ হতে হবে : মির্জা আজম

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার যে মিশন হাতে নিয়েছেন তা বাস্তবায়নে বাংলাদেশ গড়ার কারিগর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ছাত্রলীগকে দায়িত্বশীল সংগঠন হিসেবে কাজ করতে হবে। যে কোনো সংকটে মানুষের পাশে থেকে সহযোগিতা করতে হবে। আন্দোলন, সংগ্রামসহ নির্বাচনে প্রশংসনীয় ভূমিকা পালন করে থাকে ছাত্রলীগ। স্মার্ট বাংলাদেশ তৈরির কারিগরই হবে ছাত্রলীগ। গতকাল বিকালে জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার বালিজুড়ী ফাজিল মাহমুদ উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, ছাত্রলীগ করতে হলে সংগঠনের নিয়মকানুন মানতে হবে। প্রতি মাসে একটি করে মিটিং করতে হবে। সবাইকে জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। দিন বদলের জন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে জয়ী করতে হবে।

মাদারগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুজন হাসানের সঞ্চালনায় বক্তৃতা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, আওয়ামী লীগ নেতা ফারুক আহাম্মেদ চৌধুরী, মির্জা সাখাওয়াতুল আলম মনি, আশরাফ হোসেন তরফদার, বাবু বিজন কুমার চন্দ, আবদুল্লাহ আল আমিন চাঁন প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে মাদারগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক সুজন হাসানকে নির্বাচিত করা হয়।

সর্বশেষ খবর