মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বগুড়ায় হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শাজাহানপুর উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে পাঁচ বছরের শিশু রোমানকে হত্যার পর গুম করার দায়ে দুজনের মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন- আবদুল খালেক ও আবদুল মাজেদ। রায়ের সময় এই দুজন পলাতক ছিলেন। রায়ে আবদুর রাজ্জাককে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। তিনি আদালতে উপস্থিত ছিলেন। গতকাল সকালে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এই রায় ঘোষণা করেন। জানা যায়, ২০১১ সালের ২৩ আগস্ট বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপিনগর এলাকার মাহবুর রহমানের ছেলে রোমানকে হত্যার পর লাশ গুম করে আসামিরা। পরে ওই বছরের ২৮ আগস্ট একই এলাকার খলিল নামে একজনের বাড়ির সেপটিক ট্যাংক থেকে রোমানের লাশ উদ্ধার করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জহুরুল ইসলাম জানান, রোমানের দাদার নির্বাচনকে কেন্দ্র করে আসামি খালেক ও মাজেদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়েছিল। তাদের জমি-সংক্রান্ত বিরোধ ছিল।

এ ছাড়া নিহতের পরিবারের সঙ্গে তাদের জমি-সংক্রান্ত বিরোধ ছিল। এসবের প্রতিশোধ নিতে আবদুল খালেক ও আবদুল মাজেদ শিশু রোমানকে হত্যার পরিকল্পনা করেন। তারা আবদুর রাজ্জাকের মাধ্যমে রোমানকে চকলেটের লোভ দেখিয়ে নিয়ে আসেন। এ কাজের জন্য আবদুর রাজ্জাককে ৮ হাজার টাকা দেন খালেক ও মাজেদ। খালেক ও মাজেদ দুজন মিলে রোমানকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ওই শিশুকে এলাকার এক প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাংকের ভিতর গুম করে রাখেন। রোমান নিখোঁজের পর খালেকের আচরণে সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনা স্বীকার করেন। এ সময় তিনি মাজেদ ও রাজ্জাকের সম্পৃক্ততার কথাও জানান। পরে তাদের দেওয়া তথ্যে রোমানের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা মাহবুর রহমান বাদী হয়ে মামলা করেন। তিনি আরও জানান, আসামিরা হত্যার দায় স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দিও দিয়েছেন। গতকাল বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন আবদুল খালেক ও আবদুল মাজেদকে মৃত্যুদণ্ড দেন। আর আবদুর রাজ্জাককে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি এ মামলার যুক্তিতর্ক শুনানি হয়। এরপর থেকে আবদুল খালেক ও আবদুল মাজেদ পলাতক রয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর