মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ময়লা নিয়ে দুই পক্ষের উত্তেজনা অবরোধ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় ড্যাম্পিং স্টেশনে ময়লা ফেলানোকে কেন্দ্র করে সৃষ্ট শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে মারধরের প্রতিবাদে স্থানীয় পরিচ্ছন্নতাকর্মীরা বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেছে। গতকাল বেলা ১১টা থেকে প্রায় এক ঘণ্টা কোনাবাড়ির বাইমাইল এলাকায় তারা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে।

এতে ঘটনাস্থলের উভয় দিকে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গাজীপুর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্বাস উদ্দিন খোকন জানান, সিটি করপোরেশনের অনুমতি নিয়ে স্থানীয়ভাবে পরিচ্ছন্নতাকর্মীদের মাধ্যমে তৃণমূল পর্যায়ের ময়লা-আবর্জনা সংগ্রহ শেষে ভ্যানে করে সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় নির্ধারিত ড্যাম্পিং স্টেশনে ফেলানো হচ্ছে। আর এ কাজে স্থানীয় ১২ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নাজমুল আলম সবুজ সহায়তা করেন। তাদের বিভিন্ন সমস্যার সমাধান এবং অসুবিধা দূর করে থাকেন সবুজ। এতে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে তার একটি সুসম্পর্ক তৈরি হয়। স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নাজমুল আলম সবুজ জানান, পরিচ্ছন্নতাকর্মীদের নেতৃত্ব দেওয়াকে জিকু আহমেদ ও তার সঙ্গীরা মেনে নিতে পারেনি। তাই জিকু ও তার লোকজন পরিচ্ছন্নতাকর্মীদের ময়লা ফেলানোর কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বিভিন্ন সময় পরিচ্ছন্নতাকর্মীদের কাছে টাকা দাবি করে জিকু ও তার লোকজন। এ নিয়ে প্রতিবাদ করলে সবুজের সঙ্গে জিকুদের শত্রুতা সৃষ্টি হয়। এর জেরে গত ৮ ফেব্রুয়ারি সবুজকে মারধর করে জিকু ও তার সঙ্গীরা। এ ঘটনায় সবুজ বাদী হয়ে কোনাবাড়ি থানায় জিকুসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে শ্রমিকরা সোমবার সকালে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান, মামলার পর পর চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। জিকুসহ অন্য আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। তার পরও সোমবার দুপুরে শ্রমিকরা আবেগের বশে বিক্ষোভ করেছে এবং প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছে। এতে গাড়ি চলাচলে সাময়িক অসুবিধা হয়। পরে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে

সর্বশেষ খবর