রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

হেঁটে চার রোভারের ১৫০ কিমি ভ্রমণ

দিনাজপুর প্রতিনিধি

হেঁটে চার রোভারের ১৫০ কিমি ভ্রমণ

বীরগঞ্জে দেওয়া হয় গণসংবর্ধনা

‘সবাই একটু সচেতন হলে, বিদ্যুৎ অপচয়ে মুক্তি মেলে, ‘না করলে দুর্নীতি দেশের হবে উন্নতি’, ‘প্লাস্টিক বর্জন করুন জলবায়ু রক্ষা করুন’, ‘মাটির শত্রু পলিথিন, বিকল্প ব্যবহার বেঁছে নিন’- এই স্লোগান সামনে রেখে দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউট থেকে চার রোভার হেঁটে পরিভ্রমণ শুরু করেছেন। তাদের এই পরিভ্রমণ পঞ্চগড়ের বাংলবান্ধা জিরো পয়েন্টে গিয়ে শেষ হবে। প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে গত শুক্রবার হাঁটা শুরু করেছেন দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিটিউট রোভার স্কাউট গ্রুপের চারজন। তারা হলেন, রোভার শামিম আহমেদ, জুলফিকার, সাকিব ও আসিফ হাসান। পরিভ্রমণকালে শুক্রবার রাতে বীরগঞ্জ পৌর শহরে পৌঁছালে মেয়র মোশাররফ হোসেন বাবুল তাদের ফুল দিয়ে বরণ করেন। পরে বিজয় চত্বরে গণসংবর্ধনা দেওয়া হয়। যাত্রাপথে ওই চারজন বিভিন্ন শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠান, প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও পর্যবেক্ষণ করবেন। সাধারণ মানুষের মধ্যে বিদ্যুৎ অপচয়ে সচেতনতা, দুর্নীতি রোধ, প্লাস্টিক বর্জন, জলবায়ু রক্ষা, পলিথিনের বিকল্প ব্যবহার ইত্যাদি বিষয়ে প্রচারণা চালাচ্ছেন।

সর্বশেষ খবর