রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মাথায় আঘাত করে হত্যা করা হয় মুমিনকে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় শিশু মুমিন হোসেন (৪) হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আমিনুল ইসলাম (২০) নন্দীগ্রাম উপজেলার ছোট চাঙগুইর গ্রামের আনসার আলী প্রামাণিকের ছেলে। শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম গতকাল দুপুরে নন্দীগ্রাম থানায় সংবাদ সম্মেলনে জানান, এটি একটি ক্লুলেস হত্যা ছিল। পূর্ব বিরোধের জেরে মুমিনকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে আমিনুল।

পুলিশ জানায়, ১৫ ফেব্রুয়ারি সকালে মুমিন বাড়ি থেকে খেলার জন্য বেরিয়ে নিখোঁজ হয়। ওই দিনই বাড়ির কাছে একটি পরিত্যক্ত কূপ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে স্বজনরা। এ ঘটনায় ১৬ ফেব্রুয়ারি নিহতের বাবা ইদ্রিস আলী নন্দীগ্রাম থানায় হত্যা মামলা করেন।

 

সর্বশেষ খবর