শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

৩২টি ব্যারাক হস্তান্তর করল সেনাবাহিনী

লক্ষ্মীপুর প্রতিনিধি

রামগতি উপজেলার চরপোড়াগাছা আশ্রয়ণ প্রকল্পের ১৬০টি পরিবারের জন্য নির্মিত ৩২টি ব্যারাক উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের মেজর মো. রায়হানুল হাসান রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরীর কাছে ব্যারাকগুলোর চাবি হস্তান্তর করেন। মেজর মো. রায়হানুল হাসান জানান, ২০২২ সালের ১০ সেপ্টেম্বর সেনাবাহিনীর তত্ত্বাবধানে এ প্রকল্পের কাজ শুরু হয়। এতে পাঁচ ইউনিট বিশিষ্ট ৩২টি সেমিপাকা ব্যারাক নির্মাণ করা হয়। প্রতিটি ব্যারাকে পাঁচটি করে মোট ১৬০টি পরিবার এ প্রকল্পের আওতায় বসবাসের সুযোগ পাবে। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো জরাজীর্ণ ছিল। সেনাবাহিনীর উদ্যোগে এখানে ১৬০টি পরিবারের জন্য নতুন করে সেমিপাকা ঘর নির্মাণ করা হয়েছে।

সর্বশেষ খবর