শুক্রবার, ৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ভাষা আন্দোলনেও বঙ্গবন্ধু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন : মির্জা আজম

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ভাষা আন্দোলনেও ছিল। এ আন্দোলনে তিনিও নেতৃত্ব দিয়েছেন। জেল-জুলুম সহ্য করেছেন। ১৯৪৭ সালে আন্দোলনে বাঙালি প্রথম স্বাধীনতা লাভ করেছিল। দীপ্তকণ্ঠে বঙ্গবন্ধু নো নো নো বলার কারণে আন্দোলনে নতুন জোয়ার ওঠে। ১৯৪৯ সালের ২৯ জুন বঙ্গবন্ধুকে গ্রেফতার করে জেলে রাখা হলে ভাষা আন্দোলন আরও বেগবান হয়। ফলে ১৯৫২ সালে বাংলা ভাষার স্বাধীনতা লাভ করি। জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া স্কুল মাঠে গতকাল ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সর্বশেষ খবর