টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার প্রতিবাদ এবং সুশৃঙ্খল ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন। এ সময় বক্তৃতা করেন গণিত বিভাগের চেয়ারম্যান মুছা মিয়া, ছাত্রলীগ নেতা মানিক শীল, হুমায়ন কবির প্রমুখ।
উল্লেখ্য, গত বুধবার বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাশে সিএনজি চাপায় আহত হন শিক্ষার্থী ইমন।