সিরাজগঞ্জের বেলকুচিতে গ্রেফতারি পরোয়ানা থেকে বাঁচতে এবং স্ত্রী ও তার পরিবারকে মামলার জালে ফাঁসাতে অপহরণ নাটক সাজান ফরহাদ খলিফা (৩৫) নামে এক যুবক। আত্মগোপনে থাকার দুই বছর সাত মাস পর গোয়েন্দা পুলিশ (সিআইডি) ফরহাদকে আটক করেছে। কিশোরগঞ্জের বীরদামপাড়া থেকে সোমবার তাকে আটক করা হয়। ফরহাদ বেলকুচি উপজেলার গাবগাছী এলাকার নশের খলিফার ছেলে। সিআইডি পুলিশের পরিদর্শক ওহেদুজ্জামান জানান, গোপন সংবাদসহ প্রযুক্তির সহায়তা গত ২০ মার্চ ফরহাদ খলিফাকে কিশোরগঞ্জের বীরদামপাড়া থেকে উদ্ধার করা হয়। ফরহাদ স্বীকার করেছেন সে কিশোরগঞ্জের বীরদামপাড়ার লিয়াকত আলীর মেয়ে পারভীন খাতুনকে বিয়ে করে দীর্ঘদিন সেখানে বসবাস করছিলেন। ফরহাদ আলীর বিরুদ্ধে দুটি গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় এবং তার প্রথম স্ত্রী ও পরিবারকে হয়রানির উদ্দেশ্যে মাকে বাদী করে অপহরণ নাটক সাজিয়ে মামলাটি করিয়েছিলেন। আদালতের মাধ্যমে ফরহাদকে জেলহাজতে পাঠানো হয়েছে।