নির্ধারিত সময়ে শেষ হয়নি সড়কের সংস্কার কাজ। ফলে ভোগান্তিতে আছেন ২০ হাজার গ্রামবাসী। তারা বলছেন, মাত্র এক কিলোমিটার সড়ক সংস্কারের নামে ইটের খোয়া বিছিয়ে রাখা হয়েছে। রোলার না করায় চলাচল অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। ফলে তিন গ্রামের ২০ হাজার মানুষকে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে। ভোগান্তির সড়কটি হলো সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বাঙ্গালীপুর হাইস্কুল সংলগ্ন মছে হাজিপাড়ার সড়ক। এটি সংস্কারের নামে ঠিকাদারি প্রতিষ্ঠান খোয়া বিছিয়ে রেখেছে। দীর্ঘ দুই মাস ধরে এ দুরবস্থা বিরাজ করলেও ঠিকাদার প্রতিষ্ঠান নানা অজুহাতে কাজ ফেলে রেখেছে বলে অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে প্রকল্পের তদারকি কর্তৃপক্ষেরও রয়েছে চরম উদাসীনতা। সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় এলাকার মানুষজনকে বাধ্য হয়ে খোয়ার ওপর দিয়ে হাঁটতে হচ্ছে। সাইকেল, মোটরসাইকেল নিয়ে হেঁটে যেতে হচ্ছে। রিকশা ভ্যানকে ঠেলে পার করতে হচ্ছে। এমতাবস্থায় বিকল্প কোনো রাস্তা না থাকায় শিক্ষার্থীসহ এলাকার কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটছে। জানা যায়, প্রায় ১৬ বছর আগে নির্মিত এই পাকা রাস্তাটি কখনোই সংস্কার করা হয়নি। যার কারণে সড়কটির বেহাল অবস্থায় পরিণত হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সংস্কারের উদ্দেশ্যে সড়কটি খনন করা হয়। কিন্তু মাত্র দুই দিন কাজ করার পরই কাজ বন্ধ হয়ে যায়। কবে নাগাদ রাস্তার কাজ শুরু হবে, এ বিষয়ে কিছু জানা নেই এলাকাবাসীর। কথা হয় রিকশাচালক মমিনুল ইসলামের সঙ্গে। তিনি জানান, এই রাস্তা দিয়ে যাতায়াতে খুবই সমস্যা হচ্ছে আমাদের। আয়-রোজগার করতে হবে, তাই প্রতিদিন রিকশা নিয়ে বাহির হতে হয়। সড়কের কারণে রিকশারও অনেক সমস্যা হচ্ছে। এলাকাবাসী সাদিকুল ইসলাম জানান, অনেক বছর রাস্তার কোনো কাজ হয় না। এবার যখন কাজ শুরু হলো তখন আমরা এলাকাবাসী অনেক খুশি হয়েছিলাম। কিন্তু হঠাৎ কাজ বন্ধ হওয়ায় আমাদের চলাফেরা করা খুব কঠিন হয়ে পড়েছে। শিক্ষার্থী রিফাত মণ্ডল জানান, রাস্তার কাজ শুরু হয়ে থেমে গেল। এ কেমন অবিচার? কাজ যদি চলমান থাকত তাহলে আমরা এ দুর্ভোগ মেনে নিতাম। কিন্তু কাজ চলবে না, আবার দুর্ভোগ পোহাতে হবে। এটা মেনে নেওয়া যায় না। অনতিবিলম্বে আমাদের এই রাস্তাটি সংস্কার করা হোক এ দাবি রাখছি। প্রকল্পের দায়িত্বরত একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এলজিইডি প্রকল্পের আওতায় বাঙ্গালীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মছে হাজী পাড়ার রাস্তাটির সংস্কারের কাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের নানা অজুহাতের কারণে রাস্তাটির কাজ আটকে আছে। এ জন্য আমরা নিজেরাও বিব্রত। তবে শিগগির রাস্তার অসম্পূর্ণ কাজটি শেষ করার চেষ্টা করা হচ্ছে।
শিরোনাম
- এবার ‘বাঙ্কার বাস্টার’ বানাচ্ছে ভারত!
- কুলাউড়ায় ব্যবসায়ীদের অফিস ও যানজট সমস্যা সমাধানে ডিসির আশ্বাস
- মাদকের জন্য নির্যাতন করতেন মা’কে, অবশেষে কারাগারে
- নাটোরে শিশু শ্রমিকের মরদেহ উদ্ধার
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু
- ভারতের হিমাচলে ভারী বৃষ্টিপাতে নিহত ৩০, রেড অ্যালার্ট জারি
- সাবেক এমপি শম্ভুর জমি ক্রোক ও ১৬ ব্যাংক হিসাব ফ্রিজ
- পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশে সম্ভব নয়: এ্যানি
- যুক্তরাজ্যে ভিন্ন নামে অ্যাপার্টমেন্ট কিনেছেন নেতানিয়াহুর ছেলে
- আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: কিশোরগঞ্জে ড্যাবের রক্তদান ও আলোচনা সভা
- ঢাবিতে সানসেট ধসে শ্রমিক নিহত
- ইরান আরও বিধ্বংসী হয়ে উঠতে পারে, আশঙ্কা মার্কিন বিশেষজ্ঞদের
- ১৮তম শিক্ষক নিবন্ধনে অনুত্তীর্ণ প্রার্থীদের জন্য সুখবর
- নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের চূড়ান্ত বিজয় অর্জিত হবে: খোকন
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় ৪ দিনের রিমান্ডে
- গুপ্তচরবৃত্তির সন্দেহ, বিপুলসংখ্যক আফগানকে ফেরত পাঠাচ্ছে ইরান
- ২ এপ্রিল ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন
- কঙ্গনার দাবি: ‘অশ্লীল ছবি চাইতেন হৃতিক, পাঠাতেন নিজেরটাও’
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় ড্যাবের রক্তদান কর্মসূচি