সোমবার, ২২ মে, ২০২৩ ০০:০০ টা

জনবলের অভাবে স্থবির শিক্ষা অফিসের কার্যক্রম

গাইবান্ধা প্রতিনিধি

জনবলের অভাবে স্থবির শিক্ষা অফিসের কার্যক্রম

জনবলের অভাবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। জনবলের অভাবে প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিদর্শন যেমন ঠিকভাবে হচ্ছে না তেমনি দেড় হাজারের বেশি শিক্ষকের বেতন ভাতাসহ বিভিন্ন আর্থিক বিষয়ে কাজ দীর্ঘসূত্রিতার কবলে পড়েছে। শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় পৌর এলাকাসহ ১৭টি ইউনিয়নে ২৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এখানে কাজ করেন দেড় সহস্রাধিক শিক্ষক। স্কুলগুলোর নিয়মিত পরিদর্শন ও পাঠদান বিষয়ে দেখভাল করার জন্য ১১ জন সহকারী শিক্ষা অফিসারের পদ থাকলেও দুটি পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় তাদের আওতাধীন বিদ্যালয়গুলো পরিদর্শন করা যাচ্ছে না। এদিকে কর্মচারীদের মোট ৬টি পদের বিপরীতে কাজ করছেন মাত্র ২ জন। তাদের একজন আবার পিয়ন পদে কর্মরত। ফলে অফিসের কাগজপত্রের কাজ করতে হচ্ছে মাত্র একজন অফিস সহকারীকে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের ৩টি পদের মধ্যে প্রায় দেড়যুগ ধরে শূন্য আছে দুটি পদ। দুই বছর ধরে শূন্য ‘উচ্চমান সহকারী’ ও এক বছর ধরে শূন্য ‘হিসাব সহকারী’ পদ। ফলে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রদানসহ দাপ্তরিক সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। একই কাজ নিয়ে শিক্ষকদের মাসের পর মাস ঘুরতে হচ্ছে বলে তারা অভিযোগ করেন। গোবিন্দগঞ্জ উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন জুয়েল বলেন, শিক্ষা অফিসে প্রয়োজনীয় সংখ্যক জনবল না থাকায় আমরা খুবই অসহায়। মাসিক বেতন ভাতা  পর্যন্ত সঠিক সময়ে পাচ্ছেন না শিক্ষকরা। গোবিন্দগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মাসুদ রানা বলেন, জনবলের অভাবে জোড়াতালি দিয়ে কাজ চালাতে হচ্ছে। গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুনর রশিদ গোবিন্দগঞ্জ উপজেলা শিক্ষা অফিস জনবল সংকটের কথা নিশ্চিত করেছেন। স্বীকার করে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

সর্বশেষ খবর