বুধবার, ২৪ মে, ২০২৩ ০০:০০ টা

শিশু ধর্ষণে যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে শিশু ধর্ষণের অপরাধে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড  দিয়েছেন আদালত। গতকাল দুপুরে  জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম হারুন শেখ। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০  সালের ২৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলফাডাঙ্গার পাচুড়িয়া গ্রামের একটি বাড়িসংলগ্ন টয়লেটের পাশে স্লাবের ওপর অষ্টম শ্রেণি পড়ুয়া ১৩ বছরের এক শিশু কন্যাকে চড়থাপ্পড় মেরে ও ভয় দেখিয়ে ধর্ষণ করে হারুন। পরে ধর্ষণের দৃশ্য তিনি মুঠোফোনে ধারণ করে শিশুটিকে হুমকি দিয়ে বলেন, এ ঘটনার কথা কাউকে জানালে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেবেন। এ ঘটনায় ২০২০ সালের ২৭ নভেম্বর ওই শিশুর মা বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফির অভিযোগে মো. হারুন শেখকে একমাত্র আসামি করে মামলা করেন। এ মামলাটি প্রথমে তদন্ত করেন আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম। পরে একই থানার উপপরিদর্শক মো. মিজানুর রহমান ২০২১ সালের ২৮ জুন আদালতে হারুনকে  অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালতের রায় অনুযায়ী, অর্থদে র ১ লাখ টাকা শিশুটিকে দেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর