সরকার নির্ধারিত মূল্যে খাদ্য গুদামে ধান ও চাল বিক্রি করতে অনীহা মৌলভীবাজারের কৃষকদের। ন্যায্যমূল্য না পাওয়ায় বোরো চাষিরা পাইকার ও মিল মালিকদের কাছে ধান বিক্রি করছেন। ফলে এ মৌসুমেও মৌলভীবাজারে ধান-চাল সংগ্রহ অভিযানের বাস্তবায়ন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এবার প্রতি কেজি ধানের দাম ৩০ টাকা এবং চালের দাম ৪৪ টাকা নির্ধারণ করেছে সরকার। জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে ৪ হাজার ৭৪৯ মেট্রিক টন ধান ও ৭ হাজার ৬১২ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে। ৩০ মে পর্যন্ত ২ হাজার ৮৩৪ মেট্রিক টন চাল ও ৫০৪ মেট্রিক টন ধান সংগ্রহ হয়েছে। জানা যায়, কৃষকরা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে খোলাবাজারে ধান বিক্রি করছেন। গুদামের চাহিদা অনুযায়ী ধান প্রস্তুত করতে গেলে প্রতি মণে আরও ৫-৭ কেজি কমে যায় বলে জানান কৃষকরা। এ ছাড়া সরকারি গুদামে ধান বিক্রিতে বাড়তি পরিবহন ও শ্রমিক খরচ রয়েছে। অনলাইনে অ্যাপসের মাধ্যমে আবেদন, বিক্রয়ে অনিশ্চয়তা এবং ব্যাংক অ্যাকাউন্টসহ নানা প্রক্রিয়াগত জটিলতায় পড়তে হয় বলে জানিয়েছেন তারা। রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওর পাড়ের কৃষক আজাদ মিয়া বলেন, ‘সরকারি গুদামে হাইব্রিড ছাড়া অন্য জাতের ধান সাধারণত কৃষকরা দেন না। অন্য জাতগুলো দিলে কৃষকের লোকসান হয়। এ কারণেই মূলত সরকারের ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয় না। এ বছর আমাদের এলাকার হাওরগুলোতে ব্রি-২৮ ও ২৯ জাতের ধান ব্লস্ট রোগে আক্রান্ত হওয়ায় উৎপাদন কমেছে। হাকালুকি হাওর পাড়ের কৃষক ইউপি সদস্য শাহেদ আহমদ বলেন, বিগত বছরের তুলনায় এবার জমিতে বোরো ধান কম হয়েছে। বছরের খোরাকির পর অবশিষ্ট ধান আছে এমন কৃষক সংখ্যা কম। যাদের অবশিষ্ট আছে তাদের ধান ব্যবসায়ী ও মিল মালিকরা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কিনে নিচ্ছেন। জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জ্যোতি বিকাশ ত্রিপুরা বলেন, অনেকে আমাদের শর্ত পূরণ করতে না পারায় ধান-চাল দিতে পারেন না। সরকারি গুদামে ধান-চাল বিক্রি করতে আমরা প্রচারণা চালাচ্ছি এবং কৃষকদের উদ্বুদ্ধ করছি। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে।
শিরোনাম
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ
- দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপিত হবে : আইজিপি
- অনিয়ম দূর করতে প্রকল্পের টেন্ডার হবে অনলাইনে : পরিকল্পনা উপদেষ্টা
খাদ্য গুদামে অনীহা কৃষকের
ধান-চাল সংগ্রহে লক্ষ্যমাত্রা ব্যাহতের আশঙ্কা
সৈয়দ বয়তুল আলী, মৌলভীবাজার
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর