বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ ০০:০০ টা

মাছের ঘের দখলে নিতে হামলা, আহত ১৫

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলার কৈগরদাসকাটি চর এলাকায় মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ হামলার ঘটনায় আহতদের রামপাল ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৎস্য ঘের দখলের চেষ্টা ও হামলার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সুন্দরবনের আত্মসমার্পণকৃত বনদস্যু আব্বাস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ওলি ইজারদার, মেশকাত মোল্লা, রোকন উদ্দিন শেখ, সোহেল পারভেজ বাবু, মো. হোসেন ইজারদার, রনি ইজারদার, হাফিজুর রহমান নামে সাতজনকে গ্রেফতার করেছে। রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম জানান, আসামিরা মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কৈগরদাসকাটি চর এলাকায় নতুন আশ্রায়ণ প্রকল্পের কাছে একটি মৎস্য ঘের দখলের চেষ্টা করে। এ সময়ে তাদের হামলায় ১৫ জন আহত হয়। গৌরম্ভা ফাঁড়ির সদস্যরা দখলকারীদের প্রতিহত করাসহ সাতজনকে আটক করে। হামলায় আহতদের রামপাল ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকালে আটকদের গ্রেফতার দেখিয়ে বাগেরহাটের আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বশেষ খবর