লালমনিরহাটে ‘কাজে আসছে না দুই সেতু’ শিরোনামে গত ২৪ জুলাই বাংলাদেশ প্রতিদিনে খবর প্রকাশ হলে টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এরপরই শুরু হয় একটি সেতুর সংযোগ সড়ক সংস্কার কাজ।
সরেজমিন দেখা যায়, কালিগঞ্জ উপজেলার চর বৈরাতী হাজিরহাট এলাকায় সংযোগ সড়কে মাটি ফেলা হচ্ছে। এখন সংযোগ সড়ক দিয়ে চলাচল করতে পারছেন স্থানীয় মানুষ। কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ বলেন, সেতু নির্মাণে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে দিয়ে মাটি ভরাট করে রাস্তা ঠিক করে নিচ্ছি। আশা করি দ্রুত কাজ সম্পন্ন হবে। এতে স্থানীয়রা দুর্ভোগ হতে মুক্তি পাবেন।
হাজিরহাট বাজার থেকে গঙ্গাচড়া অভিমুখে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) নির্মিত সেতুর সংযোগ সড়কের কাজ এখনো শুরু করেননি কর্তৃপক্ষ। বিএডিসির সহকারী প্রকৌশলী মোনায়েম হোসেন বলেন, বন্যায় সেতুর সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি আমরা ঠিকাদারকে জানিয়েছি। আশা করছি খুব দ্রুত কাজ শুরু হবে।