হাওরাঞ্চলে চলাচলের একমাত্র বাহন নৌযান। বছরের পর বছর হাওরের মানুষ চলাচল করছে ঝুঁকি নিয়ে। এতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। তার পরও নেই সচেতনতা। সরেজমিনে দেখা গেছে, নেত্রকোনার কয়েকটি উপজেলার সিংহভাগ হাওর এলাকা। বর্ষা মৌসুম জুড়ে এসব হাওরে থাকে থইথই পানি। তখন এলাকার বাসিন্দাদের চলাচলের একমাত্র অবলম্বন নৌযান। শিশু-বৃদ্ধ সবাই নৌকায় চলাচলে অভ্যস্ত থাকলেও প্রায়ই প্রাণহানি ঘটে। এর মূল কারণ চালকের অদক্ষতা ও ফিটনেসবিহীন নৌকা। সেই সঙ্গে রয়েছে যাত্রী ও পর্যটকের অসচেতনতার অভাব। ২০২০ সালের ৫ আগস্ট ময়মনসিংহ থেকে একটি মাদরাসার প্রায় অর্ধশত শিক্ষক-শিক্ষার্থী এসেছিল মদনের উচিৎপুর হাওরে। বৈরী আবহাওয়া এবং চালকের অধিক মুনাফালাভের শিকার হয়ে ট্রলার ডুবে মারা যায় ১৮ জন। ওই ঘটনায় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি নৌপুলিশের টহলসহ নৌকাগুলোয় লাইফ জ্যাকেট এবং ফিটনেসবিহীন নৌকা হাওরে চলাচল নিষেধসহ বেশকিছু সুপারিশ দিলেও মানছে না কেউ। পরের বছর (২০২১) ১১ আগস্ট কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে ১১ এবং গেল ৭ জুলাই পূর্বধলা উপজেলার কংস নদে নৌকা ডুবে নিহত হয় তিনজন। এ ছাড়া প্রায়ই নৌকাডুবিতে হতাহতের খবর পাওয়া যায়। কিন্তু এসব দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়ে না বলে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয় পরিতোষ দাস ও ফয়েজ আহমেদ হৃদয় বলেন, মাঝিরা ফিটনেসবিহীন নৌকা যেমন চালায়, তেমনি নেই কোনো সচেতনতা। ২০২০ সালে ট্রলারডুবির পর গঠিত তদন্ত কমিটির লোকজন চালক-ইজারাদারকে বাঁচিয়ে বৈরী আবহাওয়ার দোষ দিয়েছেন। তদন্ত কমিটির পক্ষ থেকে কয়েকটি সুপারিশ ছিল, যার কোনোটা আজও বাস্তবায়ন হয়নি। হাওরে নৌপুলিশ নেই। চলে ফিটনেসবিহীন নৌকা। ঝুঁকিতেই রয়েছে হাওরাঞ্চলের মানুষ। জানা যায়, এ বছর ২৬ লাখ ৫০ হাজার টাকায় উচিৎপুর ঘাট ইজারা দেয় প্রশাসন। প্রতিদিন ৫০-৬০টি নৌকা চলে বিভিন্ন এলাকায়। মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহনূর রহমান জানান, এ ব্যাপারে তাঁরা ইজারাদার ও নৌকাচালকদের প্রতিনিয়ত সচেতন করে যাচ্ছেন। অতিরিক্ত পুলিশ সুপার (মদন-খালিয়াজুরী সার্কেল) রবিউল ইসলাম বলেন, ‘আমরা সব সময় মানুষকে সচেতন করছি। সেই সঙ্গে নিরাপত্তার জন্য দিনরাত টহল থাকে পুলিশের।’ লাইফ জ্যাকেট ও ফিটনেসবিহীন কোনো জলযান নজরে পড়লেই ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশের এই কর্মকর্তা।
শিরোনাম
- আইপিএলে অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা
- দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ
- এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে এমবাপ্পের নতুন রেকর্ড
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- 'রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো'
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
নেত্রকোনার হাওরে এখনো ঝুঁকি নিয়ে চলছে নৌযান
মদনে নৌকাডুবির তিন বছর
নেত্রকোনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর