চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা ও তালতলা গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া মাথাভাঙা নদীতে ১০০ বছরেও একটি ব্রিজ নির্মাণ করা হয়নি। এ কারণে দুই পাড়ের অন্তত ২১ গ্রামের বাসিন্দার এ নদী পারাপার হতে হয় নৌকায়। ব্রিজ না থাকায় বড় কোনো গাড়ি এই পথে চলে না। হেঁটে, মোটরসাইকেল ও বাইসাইকেল নৌকায় তুলে নদী পার হতে হয়। ভুক্তভোগী গ্রামবাসি এ ব্যাপারে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও কোনো কাজ হয়নি। কর্তৃপক্ষের ভাষ্য, প্রস্তাবনা পাঠানো হয়েছে। ভুক্তভোগী গ্রামবাসীরা জানান, নৌকায় চড়ে গ্রামবাসীর কৃষিপণ্য শহরে নিতে হয়। শিক্ষার্থীরা কলেজ ও বিদ্যালয়ে যাতায়াত করে নৌকায়। গ্রামবাসীদের হাতিকাটা-তালতলা ঘাটে নৌকা পার হতে হয়। চুয়াডাঙ্গার হাতিকাটা গ্রামের মেহেদী হাসান বলেন, ‘আমার দাদার জন্ম ১৯০৬ সালে। তিনি ছোটবেলা থেকেই এই ঘাটে নৌকায় মানুষ পারাপারের কাজ করতেন। সেই হিসেবে ১০০ বছর ধরে এ ঘাটে একটি ব্রিজের জন্য আমরা অপেক্ষা করছি।’ তালতলা গ্রামের কৃষক আজির বকস বলেন, আমাদের খেতের ধান-পাট শহরে নিতে খুব কষ্ট হয়। নদী পার হলেই হাতিকাটা বাজার। সপ্তাহে বৃহস্পতিবার ও রবিবার সেখানে হাট বসে। ব্রিজ থাকলে ওই হাটে যেতে এক কিলোমিটার পথ পেরুতে হত। এখন আমাদের ঘুরতে হয় ১০-১২ কিলোমিটার পথ। গ্রামবাসি জানায়, মাথাভাঙা নদীর হাতিকাটা-তালতলা অংশে মাথাভাঙ্গা নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ করা গেলে আলোকদিয়া, দৌলাতদিয়ার, হাতিকাটা, বেলেপাড়া, মনিরামপুর, বঙ্গজপাড়া, রাজাপুর, ভালাইপুর, হাজরাহাটি, শিয়ালমারিসহ অন্তত ২১টি গ্রামের বাসিন্দার ১০-১২ কিলোমিটার পথ কমে আসতো। খুব সহজেই তালতলা হাজরাহাটি এলাকার মানুষ মেহেরপুর জেলায় যাতায়াত করতে পারবেন। চুয়াডাঙ্গা শহরের সঙ্গেও যোগাযোগ সহজ হবে। চুয়াডাঙ্গা কোর্ট, কলেজ, রেজিস্ট্রি অফিসে মানুষ আসতে পারবেন সহজে। চুয়াডাঙ্গা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, মাথাভাঙ্গা নদীর হাতিকাটা-তালতলা ঘাটে ব্রিজের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে।
শিরোনাম
- এবার ‘বাঙ্কার বাস্টার’ বানাচ্ছে ভারত!
- কুলাউড়ায় ব্যবসায়ীদের অফিস ও যানজট সমস্যা সমাধানে ডিসির আশ্বাস
- মাদকের জন্য নির্যাতন করতেন মা’কে, অবশেষে কারাগারে
- নাটোরে শিশু শ্রমিকের মরদেহ উদ্ধার
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু
- ভারতের হিমাচলে ভারী বৃষ্টিপাতে নিহত ৩০, রেড অ্যালার্ট জারি
- সাবেক এমপি শম্ভুর জমি ক্রোক ও ১৬ ব্যাংক হিসাব ফ্রিজ
- পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশে সম্ভব নয়: এ্যানি
- যুক্তরাজ্যে ভিন্ন নামে অ্যাপার্টমেন্ট কিনেছেন নেতানিয়াহুর ছেলে
- আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: কিশোরগঞ্জে ড্যাবের রক্তদান ও আলোচনা সভা
- ঢাবিতে সানসেট ধসে শ্রমিক নিহত
- ইরান আরও বিধ্বংসী হয়ে উঠতে পারে, আশঙ্কা মার্কিন বিশেষজ্ঞদের
- ১৮তম শিক্ষক নিবন্ধনে অনুত্তীর্ণ প্রার্থীদের জন্য সুখবর
- নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের চূড়ান্ত বিজয় অর্জিত হবে: খোকন
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় ৪ দিনের রিমান্ডে
- গুপ্তচরবৃত্তির সন্দেহ, বিপুলসংখ্যক আফগানকে ফেরত পাঠাচ্ছে ইরান
- ২ এপ্রিল ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন
- কঙ্গনার দাবি: ‘অশ্লীল ছবি চাইতেন হৃতিক, পাঠাতেন নিজেরটাও’
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় ড্যাবের রক্তদান কর্মসূচি