চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা ও তালতলা গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া মাথাভাঙা নদীতে ১০০ বছরেও একটি ব্রিজ নির্মাণ করা হয়নি। এ কারণে দুই পাড়ের অন্তত ২১ গ্রামের বাসিন্দার এ নদী পারাপার হতে হয় নৌকায়। ব্রিজ না থাকায় বড় কোনো গাড়ি এই পথে চলে না। হেঁটে, মোটরসাইকেল ও বাইসাইকেল নৌকায় তুলে নদী পার হতে হয়। ভুক্তভোগী গ্রামবাসি এ ব্যাপারে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও কোনো কাজ হয়নি। কর্তৃপক্ষের ভাষ্য, প্রস্তাবনা পাঠানো হয়েছে। ভুক্তভোগী গ্রামবাসীরা জানান, নৌকায় চড়ে গ্রামবাসীর কৃষিপণ্য শহরে নিতে হয়। শিক্ষার্থীরা কলেজ ও বিদ্যালয়ে যাতায়াত করে নৌকায়। গ্রামবাসীদের হাতিকাটা-তালতলা ঘাটে নৌকা পার হতে হয়। চুয়াডাঙ্গার হাতিকাটা গ্রামের মেহেদী হাসান বলেন, ‘আমার দাদার জন্ম ১৯০৬ সালে। তিনি ছোটবেলা থেকেই এই ঘাটে নৌকায় মানুষ পারাপারের কাজ করতেন। সেই হিসেবে ১০০ বছর ধরে এ ঘাটে একটি ব্রিজের জন্য আমরা অপেক্ষা করছি।’ তালতলা গ্রামের কৃষক আজির বকস বলেন, আমাদের খেতের ধান-পাট শহরে নিতে খুব কষ্ট হয়। নদী পার হলেই হাতিকাটা বাজার। সপ্তাহে বৃহস্পতিবার ও রবিবার সেখানে হাট বসে। ব্রিজ থাকলে ওই হাটে যেতে এক কিলোমিটার পথ পেরুতে হত। এখন আমাদের ঘুরতে হয় ১০-১২ কিলোমিটার পথ। গ্রামবাসি জানায়, মাথাভাঙা নদীর হাতিকাটা-তালতলা অংশে মাথাভাঙ্গা নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ করা গেলে আলোকদিয়া, দৌলাতদিয়ার, হাতিকাটা, বেলেপাড়া, মনিরামপুর, বঙ্গজপাড়া, রাজাপুর, ভালাইপুর, হাজরাহাটি, শিয়ালমারিসহ অন্তত ২১টি গ্রামের বাসিন্দার ১০-১২ কিলোমিটার পথ কমে আসতো। খুব সহজেই তালতলা হাজরাহাটি এলাকার মানুষ মেহেরপুর জেলায় যাতায়াত করতে পারবেন। চুয়াডাঙ্গা শহরের সঙ্গেও যোগাযোগ সহজ হবে। চুয়াডাঙ্গা কোর্ট, কলেজ, রেজিস্ট্রি অফিসে মানুষ আসতে পারবেন সহজে। চুয়াডাঙ্গা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, মাথাভাঙ্গা নদীর হাতিকাটা-তালতলা ঘাটে ব্রিজের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে।
শিরোনাম
- ঘুষ নিয়ে ভাইরাল সেই শিক্ষা কর্মকর্তার ঘুষ-দুর্নীতি বন্ধ হয়নি
- এশিয়ার নবীনতম দেশ এখন আসিয়ানের ১১তম সদস্য
- স্বামীর ছুরিকাঘাতের চারদিন পর স্ত্রীর মৃত্যু
- ঢাকার বাতাসে গ্যাসের গন্ধ, আতঙ্কিত না হওয়ার পরামর্শ তিতাসের
- টঙ্গীতে শিক্ষকদের সঙ্গে অধ্যক্ষের মতবিনিময় সভা
- ভাইরাল কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের সেই নিয়োগ সাময়িক স্থগিত
- জোট হলেও দলীয় প্রতীকে ভোটে আপত্তি বিএনপির, ইসিতে চিঠি
- সালমান শাহর স্ত্রী সামিরাকে নির্দোষ বললেন ডন
- কোর অব ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক ও বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত
- ফার্মগেটে মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু
- ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড–কম্বোডিয়া শান্তি চুক্তি সই
- নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬ শ্রমিক
- হাসিনার স্বজন পরিচয়ে ইউরোপে আশ্রয় চান পলাতক পুলিশ কর্মকর্তা
- বিসিবিকে না, টেস্টে অধিনায়কত্বে ফিরছেন না শান্ত
- বিএনপির ৩১ দফা প্রচারে নওগাঁর গ্রামে গ্রামে উঠান বৈঠক
- বিশ্বকাপের মাঝেই অস্ট্রেলিয়া নারী ক্রিকেটারদের শ্লীলতাহানি, কী বলছে ভারত?
- ৫ মামলায় জামিন চেয়ে খায়রুল হকের আবেদনের শুনানি দুপুরে
- নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদ
- ‘ডলফিন বাঁচলে নদী বাঁচবে, নদী বাঁচলে মানুষও বাঁচবে’
- গুমের মামলায় ট্রাইব্যুনালে জিয়াউল আহসান
সেতুর জন্য ভোগান্তি ২১ গ্রামের মানুষের
জামান আখতার, চুয়াডাঙ্গা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর