চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা ও তালতলা গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া মাথাভাঙা নদীতে ১০০ বছরেও একটি ব্রিজ নির্মাণ করা হয়নি। এ কারণে দুই পাড়ের অন্তত ২১ গ্রামের বাসিন্দার এ নদী পারাপার হতে হয় নৌকায়। ব্রিজ না থাকায় বড় কোনো গাড়ি এই পথে চলে না। হেঁটে, মোটরসাইকেল ও বাইসাইকেল নৌকায় তুলে নদী পার হতে হয়। ভুক্তভোগী গ্রামবাসি এ ব্যাপারে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও কোনো কাজ হয়নি। কর্তৃপক্ষের ভাষ্য, প্রস্তাবনা পাঠানো হয়েছে। ভুক্তভোগী গ্রামবাসীরা জানান, নৌকায় চড়ে গ্রামবাসীর কৃষিপণ্য শহরে নিতে হয়। শিক্ষার্থীরা কলেজ ও বিদ্যালয়ে যাতায়াত করে নৌকায়। গ্রামবাসীদের হাতিকাটা-তালতলা ঘাটে নৌকা পার হতে হয়। চুয়াডাঙ্গার হাতিকাটা গ্রামের মেহেদী হাসান বলেন, ‘আমার দাদার জন্ম ১৯০৬ সালে। তিনি ছোটবেলা থেকেই এই ঘাটে নৌকায় মানুষ পারাপারের কাজ করতেন। সেই হিসেবে ১০০ বছর ধরে এ ঘাটে একটি ব্রিজের জন্য আমরা অপেক্ষা করছি।’ তালতলা গ্রামের কৃষক আজির বকস বলেন, আমাদের খেতের ধান-পাট শহরে নিতে খুব কষ্ট হয়। নদী পার হলেই হাতিকাটা বাজার। সপ্তাহে বৃহস্পতিবার ও রবিবার সেখানে হাট বসে। ব্রিজ থাকলে ওই হাটে যেতে এক কিলোমিটার পথ পেরুতে হত। এখন আমাদের ঘুরতে হয় ১০-১২ কিলোমিটার পথ। গ্রামবাসি জানায়, মাথাভাঙা নদীর হাতিকাটা-তালতলা অংশে মাথাভাঙ্গা নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ করা গেলে আলোকদিয়া, দৌলাতদিয়ার, হাতিকাটা, বেলেপাড়া, মনিরামপুর, বঙ্গজপাড়া, রাজাপুর, ভালাইপুর, হাজরাহাটি, শিয়ালমারিসহ অন্তত ২১টি গ্রামের বাসিন্দার ১০-১২ কিলোমিটার পথ কমে আসতো। খুব সহজেই তালতলা হাজরাহাটি এলাকার মানুষ মেহেরপুর জেলায় যাতায়াত করতে পারবেন। চুয়াডাঙ্গা শহরের সঙ্গেও যোগাযোগ সহজ হবে। চুয়াডাঙ্গা কোর্ট, কলেজ, রেজিস্ট্রি অফিসে মানুষ আসতে পারবেন সহজে। চুয়াডাঙ্গা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, মাথাভাঙ্গা নদীর হাতিকাটা-তালতলা ঘাটে ব্রিজের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে।
শিরোনাম
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুষ্টিয়ায় ট্রাকে আগুন
- বিএনপি এখনো ইউনূস সরকারের প্রতি আস্থাশীল : রিজভী
- ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের অংশীদারিত্ব’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
- শাহরিয়ার আলমের আয়কর নথি জব্দের আদেশ
- পাইলট হওয়ার স্বপ্ন পূরণে পাশে ইউএস-বাংলা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
- ‘ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে’
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা
- গভীররাতে কাশিয়ানীতে গাছ ফেলে মহাসড়ক অবরোধ
- চট্টগ্রামে শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৩৯৩ শিক্ষার্থী
- জুলাই শহীদদের পরিচয় শনাক্তে আন্তর্জাতিক ফরেনসিক টিম আসছে ৫ ডিসেম্বর
- শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি
- রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
- পাঁচ ব্যাংক একীভূতকরণের বিকল্প ছিল না : গভর্নর
- অনিয়মের প্রমাণ পায়নি বিসিবি
- সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন : সিইসি
- নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করার উদ্যোগ
- মেক্সিকোতে জেন-জির বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২০
সেতুর জন্য ভোগান্তি ২১ গ্রামের মানুষের
জামান আখতার, চুয়াডাঙ্গা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর